গাজীপুরের বিভিন্ন এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। তারা নাশকতা কর্মকান্ড করার উদ্দেশ্যে গাজীপুরে অবস্থান করছিল বলে মঙ্গলবার বিকেলে র্যাব জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- চাঁদপুর জেলার মতলব (উত্তর) থানার খাগুরিয়া দক্ষিনপাড়া এলাকার শাহজালালের ছেলে মোঃ জুয়েল হোসেন (২৫), শেরপুর জেলার ঝিনাইগাতি থানার বাগেরভিটা এলাকার মোঃ সালেহ তালুকদারের ছেলে মোঃ আব্দুল হালিম (৩২), গাজীপুর জেলার জয়দেবপুর থানার নান্দুয়াইন এলাকার মৃত নুরুল ইসলাম মন্ডলের ছেলে আফজাল হোসেন (৩৮) এবং একই এলাকার মোঃ আবু সাইদ মন্ডলের ছেলে মোঃ জহিরুল হক ওরফে জহির (৩৪)।
র্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম জানান, নাশকতা মূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের কতিপয় সদস্য এবং সন্ত্রাস বিরোধী আইনের এজাহার নামীয় আসামী গাজীপুর জোলার জয়দেবপুর থানাধীন বিভিন্ন এলাকায় অবস্থান করছে। এমন গোপন খবর পেয়ে র্যাব-১ এর সদস্যরা সোমবার অভিযান চালিয়ে ওই চার জনকে আটক করে। তারা নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতরা জয়দেবপুর থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহার নামীয় আসামী।