সিরিয়ায় আইএস জঙ্গিদের হাতে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি বংশোদ্ভুত কানাডার এক যুবককে খুঁজছে ইন্টারপোল। তাবিরুল হাসিব নামের ২৫ বছর বয়সী ওই যুবক টরেন্টোর সাবেক বাসিন্দা বলে জানা গেছে। ইউরোপের আত্মঘাতী হামলা চালানোর জন্য তাকে প্রস্তুত করা হয়েছে বলে সন্দেহ করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো।
কানাডা ভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে আইএসের ১শ’ ৭৩ যোদ্ধার একটি তালিকা করেছে ইন্টারপোল। ওই তালিকায় তাবিরুলের নামও রয়েছে।