বন্যায় পানিবন্দি অর্ধকোটি মানুষ:পানি কমলেও বাড়ছে দূর্ভোগ

0
0

নদ-নদীর পানি কমতে থাকায় দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দক্ষিণ-মধ্যাঞ্চলে পরিস্থিতি অবনতি হয়েছে।নতুন করে বন্যা দেখা দিয়েছে, নাটোর, মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ীর বিভিন্ন নিচু এলাকায়।এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, দ্বিতীয় দফার এ বন্যায় দেশের এক তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয়েছে।এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত অর্ধকোটি মানুষ।দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে।ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও যমুনা নদীর পানি দ্রুত কমতে থাকায় দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।তবে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে। নিম্নাঞ্চলের রাস্তাঘাট, বাড়ি-ঘর থেকে পানি না কমায় এখনো ঘরে ফিরতে পারছেন না বানভাসী মানুষেরা। সব হারিয়ে অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন। সরকারি ও বেসরকারি ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য। ত্রাণ না পাওয়ার অভিযোগ বেশির ভাগ মানুষের।আত্রাই, পদ্মা ও আড়িয়ালখার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দক্ষিণ-মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি কোথাও অপরিবর্তীত আবার কোথাও কোথাও অবনতি হয়েছে।

জয়পুরহাট: আক্কেলপুর পৌর শহরে তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে শহরে পানি ঢুকে পড়ছে। শুক্রবার রাতে পারঘাটি সর্বজনীন মন্দিরসংলগ্ন এলাকায় বাঁধটি ভেঙে যায়। এতে কলেজ বাজার সিদ্দির মোড় এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। রাতের বেলায় কেউ বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানটি কেটে দিয়েছে বলে পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরীর ধারণা।শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, তুলসীগঙ্গা নদীর পারঘাটিতে মন্দিরসংলগ্ন এলাকায় বাঁধটির প্রায় ২০টি স্থান ভেঙে গেছে। পৌরসভার উদ্যোগে বালুর বস্তা ফেলে বাঁধের ভাঙন রোধ করার চেষ্টা চলছে। নদীর পানি ঢুকে পড়ায় সিদ্দির মোড় এলাকা প্লাবিত হয়েছে। সেখানকার লোকজন বাড়িঘর থেকে প্রয়োজনীয় মালামাল ও আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছেন। মেয়র গোলাম মাহফুজ চৌধুরী বলেন, বাঁধ ভেঙে শহরের সিদ্দির মোড় এলাকা প্লাবিত হয়েছে। এতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নদীতে পানি কমেছে, তেমন ¯্রােত নেই। ঘটনাটি নাশকতা বলে মনে করছি।রাজবাড়ী: রাজবাড়ীর পদ্মা নদীর দুটি পয়েন্টে পানি স্থির থাকলেও একটি পয়েন্টে ৭ সেন্টিমিটার বেড়েছে। শনিবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কার্যালয় এ খবর নিশ্চিত করেছে।পাউবোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর পানি রাজবাড়ী জেলার তিনটি পয়েন্ট থেকে পরিমাপ করা হয়। পয়েন্টগুলো হলো পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম, সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের মাহেন্দ্রপুর ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া।

শনিবার সকালে দেখা গেছে, রাজবাড়ী সদর উপজেলা ও গোয়ালন্দ পয়েন্টে পানি আগের অবস্থায় স্থির রয়েছে। কিন্তু পাংশায় বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যা গতকালের চেয়ে ৭ সেন্টিমিটার বেশি।পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার বলেন, আমরা শহর রক্ষা বাঁধ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি।রাজশাহী: চলতি বন্যায় রাজশাহীর বাগমারায় ৯২ কোটি টাকার ধান পানিতে তলিয়ে গেছে বলে উপজেলা কৃষি অফিস জানিয়েছে। বন্যার পানি বাড়তে থাকায় এ ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বাগমারা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ১৭ হাজার ৫৯০ হেক্টর জমিতে রোপা আউশ ও ৮৪০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। এর মধ্যে বন্যায় ছয় হাজার ৬৯১ হেক্টর জমির রোপা আউশ ও ৩২১ হেক্টর জমির রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে। এই পরিমাণ জমিতে মোট ৩৬ হাজার ৮১৩ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান বলেন, এখন ধানের মণ এক হাজার টাকা করে। এই বাজার দর হিসাবে বন্যায় ৯২ কোটি ৩২ লাখ ৫০০ টাকার ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর পরিমাণ আরও বাড়তে পারে। পানি নেমে গেলেও এসব ধানখেত আর রক্ষা করা যাবে না।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, চলতি বন্যায় উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার বাড়িঘর, ফসলি জমি, পানের বরজ, পুকুর ও বিল ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শনিবার দুপুর পর্যন্ত ১৯ হাজার ৪০০টি পরিবার এবং ৯৭ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ গ্রামের কৃষক আজিবর রহমান, শুভডাঙ্গার বেলাল হোসেনসহ অন্তত ৩০-৩৫ জন বলেছেন, তাদের খেতের সব ধান পানিতে তলিয়ে গেছে।শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল করিম বলেন, তাঁর ওয়ার্ডের পাঁচ শতাধিক ধানচাষি ক্ষতিগ্রস্ত হয়েছে।আত্রাই নদের পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা দেখা দিয়েছে নাটোরে।মাদারীপুরে পদ্মা ও আড়িয়ালখার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। পদ্মার তীব্র ¯্রােতে দেশের গুরুত্বপূর্ণ শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে। পানি উঠে যাওয়ায় শুক্রবার থেকে গোয়ালন্দ স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সদর, কালুখালী ও পাংশা উপজেলার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের।মুন্সীগঞ্জে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে নদী তীরবর্তী শ্রীনগর, লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলার ১০ হাজার পরিবার। টঙ্গিবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নে নদী ভাঙনে ৮টি বাড়ি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে শতাধিক বাড়ি-ঘরসহ বিভিন্ন স্থাপনা। এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, প্রচন্ড¯্রােতের কারণে বর্তমানে ৪ নম্বর ঘাটে কোনো ফেরি ভিড়ছে না। এ ছাড়া ১ নম্বর ঘাটের সংযোগ সড়কের মাঝামাঝি অংশ তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া সড়ক দিয়েই যানবাহন ফেরিতে ওঠানামা করছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসান হাবীব বলেন, পানিবৃদ্ধি অব্যাহত থাকলেও পর্যাপ্ত ত্রাণ রয়েছে। বন্যাকবলিত দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার ও তেনাপচা এলাকায় বৃহস্পতিবার বিকেলে বন্যার্ত মানুষের মাঝে দুই মেট্রিক টন চাল ও এক লাখ টাকা বিতরণ করা হয়। এ সময় রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মো. শওকত আলী, পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। গতকালও অন্যান্য ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

মৌলভীবাজারে মনু নদী ও ধলাই নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারার পানি সিলেটের শেওলা পয়েন্টে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার ও শেরপুর ব্রিজ পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, দ্বিতীয় দফার এ বন্যায় দেশের এক তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত অর্ধকোটি মানুষ। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে।বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে রোববার দিনাজপুর ও কুড়িগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরকে কেন্দ্র করে এই দুই জেলায় বন্যা কবলিত মানুষের মাঝে ব্যাপক আশার সঞ্চার হয়েছে। বাড়ি-ঘর নির্মাণসহ পুনর্বাসনে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সাহায্য প্রদান করবেন এমনটাই প্রত্যাশা তাদের। এদিকে, প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করছে প্রশাসন। টানা কয়েকদিনের বন্যায় দেশের ১৪ জেলায় এ পর্যন্ত ৯৩ জন মারা গেছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামাল।

আর মোট ২৭ জেলার অর্ধকোটি মানুষ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেÑএ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তরগুলোতে দিক নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।শনিবার বিকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।এদিকে, বন্যা পরিস্থিতি আগামী ২৯ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামাল। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বন্যা কবলিত এলাকার খোঁজ খবর নেয়া হয়। এতে দেখা যায়, সরকারি হিসাবে দেশের মোট ২৭টি জেলার ১৫৪টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। বন্যা ও জলাবদ্ধতায় ৬ হাজার ৬৮০টি গ্রামের ১৩ লাখ ২২ হাজার ২৮১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৭ লাখেরও বেশী। এদের মধ্যে ১৪ জেলার ৯৩জন বন্যার কারণে মারা গেছেন বলে তথ্য তুলে ধরা হয়।

এ পরিস্থিতি সামাল দিতে ৯৪১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে প্রায় তিন লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। ৩১ কিলোমিটার রাস্তা আর ৩৫ কিলোমিটার বাঁধ পুরোপুরি ভেঙে গেছে। আর আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠান চলে গেছে পানির নিচে।শিক্ষা সচিব সোহরাব হোসেন জানিয়েছেন, বন্যা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর অতিরিক্ত পাঠদানের মাধ্যমে এ ক্ষতি কাটিয়ে উঠতে হবে।আর এ পরিস্থিতি মোকাবেলায় নানা উদ্যোগ নেয়ার কথা তুলে ধরেন দুর্যোগ সচিব শাহ কামাল।পরবর্তী করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন তিনি।আর এ পরিস্থিতি আগামী ২৯ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দীন আহমেদ।তিনি বলেন, ভারতে এখনও ১ কোটি মানুষ পানিবন্দিÑ সে পানি বাংলাদেশের ওপর দিয়েই প্রবাহিত হতে পারে।