বুরকিনা ফাসোয় জিম্মিদশার অবসান, হামলাকারীসহ নিহত ২০

0
199

বুরকিনা ফাসোর রেস্তোরাঁয় জিম্মিদশার অবসান ঘটেছে। রবিবারের ওই ঘটনায় হামলাকারীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রবিবার স্থানীয় সময় রাত নয়টার দিকে তিনজন বন্দুকধারী ওই রেস্তোরাঁর সামনে গুলি করতে শুরু করে। তাদের গুলিতে বেশ কয়েকজন নিহত হয়। এরপর অনেক মানুষকে জিম্মি করে তারা।

সরকার এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে। তবে এখনও কোনও সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি।দেশটির যোগাযোগ মন্ত্রী রেমি দাজিনু বলেন, এটা অবশ্যই সন্ত্রাসী হামলা। নিহতদের মধ্যে একজন তুরস্কের নাগরিক বলে নিশ্চিত করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। ফরাসি এক নাগরিকও নিহত হয়েছে বলে শোনা যাচ্ছে। তিনি জানান, অভিযান শেষ হয়েছে। এখন আশপাশের বাড়িগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।গত বছর জানুয়ারিতে এর পাশেই এক ক্যাফেতে এমনই এক জঙ্গি হামলায় ৩০ জন নিহত হয়েছিলেন। জিম্মি করা হয়েছিলো ১৭০ জনকে। আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায়ভার স্বীকার করে।