চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা দূর করতে ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দের প্রকল্প অনুমোদন করেছে একনেক।বুধবার রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বিগত কয়েক বছর ভারী বর্ষণে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতায় নগরীর অধিকাংশ এলাকা কোমর থেকে বুক পরিমাণ পানিতে তলিয়ে যায়। এবারের জলাবদ্ধতা অতীতের সকল রেকর্ড ভেঙ্গেছে।
চট্টগ্রাম সিটি মেয়র জানিয়েছেন,নগরীর ৩৭টি খাল সংস্কার, পরিকল্পিত স্লুইস গেইট নির্মাণ এবং কর্নফুলি নদীর ক্যাপিটাল ড্রেজিংসহ মেগাপ্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলেই জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষা করা সম্ভব।