ইরাকি ব্যাংক থেকে ৮৪ কোটি ডলার লুট করেছে আইএস

0
0

ইরাকের সরকারি ও বেসরকারি ব্যাংকিং খাত থেকে ৮৪ কোটি ডলার লুট করেছে ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ২০১৪ সালে ইরাকের বিভিন্ন অঞ্চল দখলের পর এই অর্থ লুট করে আইএস।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, ২০১৪ সালের ১৫ জুন ইরাকের নিনেভাহ, সালাদিন, দিয়ালা ও আনবার প্রদেশ দখলের পর বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের ১২০ শাখায় লুটপাট চালায় আইএস।ব্যাংক থেকে অর্থ লুটের পাশাপাশি অবৈধ পথে তেল বিক্রি আইএস প্রতিদিন ২০ লাখ ডলারের মতো আয় করত বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।আনাদোলু জানিয়েছে, এই প্রথমবারের মতো ইরাকের কেন্দ্রীয় ব্যাংক লুট হওয়া অর্থের হিসাব দিলো। ২০১৪ সালে আইএস পশ্চিম ও উত্তর ইরাকের বেশ কিছু অঞ্চল দখল করে। আইএসের দখলকৃত অঞ্চলের মধ্যে ছিল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল। দীর্ঘদিন পর জুলাই মাসে যুক্তরাষ্ট্র ও কুর্দি যোদ্ধাদের সহযোগিতায় মসুলকে আইএস দখলমুক্ত করে ইরাক সরকার। সূত্র: মিডল ইস্ট মনিটর।