গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘুষের টাকাসহ আটক

0
5002

ঘুষের টাকাসহ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলামসহ তিনজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৪১ হাজার টাকা জব্দ করা হয়েছে। সোমবার (০৭ আগস্ট) বিকেল ৪ টার দিকে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের ইউডি উত্তম কুমার ও ক্লার্ক সিদ্দিকুর রহমানও রয়েছেন।

ময়মনসিংহ জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জাহাঙ্গীর আলম এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি দৈনিকবার্তা  প্রতিবেদক কে জানান একটি কাজ বাবদ একজনের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাদের আটক করা হয়। পরে ওই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে আরও ১ লাখ ৩৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান জাহাঙ্গীর।