বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে আওয়ামী লীগ একটু বেহাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হলে বিএনপি বলেন, আওয়ামী লীগ কি বললো না বললো তাতে আমাদের খুব একটা যায় আসে না। এজন্য যে, আওয়ামী লীগ আজকাল বেশ একটু বেহাল হয়ে পড়েছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি পথেরও মন্ত্রী, সেতুরও মন্ত্রী, তিনি নিজে যে বেহাল অবস্থা করে রেখেছেন সড়কের ও জনপদের তাতে করে রাজনীতির অবস্থা আরো বেহাল হয়ে পড়েছে।
উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী এনেছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবীর এক রিট আবেদনে হাই কোর্ট তা অবৈধ ঘোষণা করে। আপিল বিভাগেও ওই রায় বহাল থাকে, যার পূর্ণাঙ্গ অনুলিপি গত ১ অগাস্ট প্রকাশিত হয়।পূর্ণাঙ্গ রায়ে আদালতের বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, অন্য কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশ হলে ওই রয়ের পর সরকার পদত্যাগ করত।এর জবাব দিতে গিয়ে শুক্রবার ছাত্রলীগের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি আমাদের পদত্যাগ করতে বলে! আট বছরে আট মিনিটের জন্য রাস্তা গরম করতে পারেনি।ৃ এই ব্যর্থতার জন্য আপনাদের টপ টু বটম সবার পদত্যগ করা উচিৎ।ফখরুল বলেন,এই রায়ে আমাদের বিশেষভাবে উৎফুল্ল হওয়া বা না হওয়ার কোনো কারণ নেই। আমরা এজন্য উৎফুল্ল হয়েছি, আমাদের যে বক্তব্য এই সরকার সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে, দেশের রাজনীতি সম্পর্কে, এ বিষয়ে জনগণের মতামতের প্রতিফলন হয়েছে।আমরা একটি রাজনৈতিক দল হিসেবে এই রায়কে স্বাগত জানিয়েছি। আমরা মনে করি, এই রায়ের ভিত্তিতে সরকারের যদি নূন্যতম মূল্যবোধ থাকে এবং নৈতিকতার লেশ মাত্র অবশিষ্ট থাকে, তাহলে অবিলম্বে পদত্যাগ করে একটি সহায়ক সরকারের অধীনে অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে, যেখানে দেশের জনগণের মতামতের প্রতিফলন ঘটে।
ষোড়শ সংশোধনী আবার সংসদে পাস করার যে কথা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তার প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য অলরেডি নাকচ হয়ে গেছে।আপনারা দেখেছেন তাদের দলের লোকেরাই বলেছেন যে, এটা তিনি ঠিক করেননি। আর অর্থমন্ত্রীর বক্তব্যে আমরা খুব বেশি গুরুত্ব দেই না।জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় অন্যদের মধ্যে উপিস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সিরাজুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাব নেতা আবদুল মান্নান মিয়া, মোস্তাক রহিম স্বপন প্রমুখ।