সংসদ ও সংবিধানকে যারা খাটো করতে চায় তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে- জাহাঙ্গীর কবির নানক

0
287

আজ ৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র, প্রখ্যাত ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্ম দিন উপলক্ষে সকাল ৮.০০টায় শেখ কামাল প্রতিষ্ঠিত আবাহনী ক্লাবে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, সকাল ৯.০০টায় বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য ও ফাতেহা পাঠ এবং সকাল ১০.০০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবলীগ সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আলোচনা সভায় সভাপতিত্ব করবেন- যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, পরিচালনা করবেন- যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বিএনপিকে উদ্দেশ্যে করে বলেন, সংসদ ও সংবিধানকে যারা খাটো করতে চায় তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। তারা নিজেরা সংবিধানের চেয়ে শক্তিশালী হতে চায়। সংবিধান ও সংসদকে প্রশ্নবিদ্ধ করতে চায় কী না সে প্রশ্ন রেখে গেলাম।

সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন শেখ কামাল বহুমাত্রিক প্রতিভার এক অনন্য উদাহরণ। শেখ কামাল হলেন তারুণ্যেও আইকন। মাত্র ২৬ বছর বয়সে বহুমাত্রিক অনন্য প্রতিভার অধিকারী তারুন্যেও দীপ্ত প্রতীক। শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালো রাত্রিতে জাতির পিতার হত্যাকারী-মানবতার ঘৃণ্য শত্রুদেও নির্মম নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরন করেন। বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের শিক্ষার অন্যতম উৎসমূখ “ছায়ানট” এর সেতারবাদন বিভাগের ছাত্র শেখ কামাল। স্বাধীনতা উত্তর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুর্নগঠন ও পুর্নবাসন কর্মসূচীর পাশাপাশি সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সমাজ চেতনায় উদ্বুদ্ধকরনে মঞ্চনাটক আন্দোলনের ক্ষেত্রে তিনি প্রথম সারির সংগঠক ছিলেন। বন্ধু, শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন “স্পন্দন শিল্পী গোষ্ঠী”। তিনি ছিলেন-ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। অভিনেতা হিসেবে-ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত ছিলেন। ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল সহ বিভিন্ন খেলায়
পারদর্শী এই মানুষটি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়াসংগঠন বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক-আবহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। শেখ কামাল ছিলেন বহুমাত্রিক তারুণ্যের এক অনন্য উদাহরণ। শেখ কামাল হলেন তারুণ্যের আইকন আজ বাংলাদেশের উন্নয়নের জন্য প্রয়োজন শেখ কামালের মত অনেক সজীব প্রাণ তরুন। আমরা তার বিদেহী আতœার শান্তি কামনা করি।

আরো বক্তব্য রাখেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মাহাবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, এডভোকেট বেলাল হোসাইন, শাহজাহান ভূইয়া মাখন, স্থপতি নিখিল গুহ, এডভোকেট মোতাহার হোসেন সাজু, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায়, রবিউল আলম, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান কাফি, রওশন জামির রানা, এন আই আহম্মেদ সৈকত, কেন্দ্রীয় নেতা রেকায়েত আলী খাঁন নিয়ন, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হাসান খাঁন নিখিল, দক্ষিন সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাট, উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা।