বনশ্রীতে এক গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় শনিবার দুপুর সোয়া একটার দিকে গৃহকর্ত্রী শাহানা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন। সকাল থেকে বস্তিবাসীসহ স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়ির সামনে রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, রাজধানীর বনশ্রীতে এক গৃহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে খিলগাঁও থানায়।
একটি মামলা করেছেন নিহত লাইলী আক্তারের (২৫) ভাশুর শহীদুল ইসলাম, যাতে হত্যার অভিযোগ আনা হয়েছে গৃহকর্তার বিরুদ্ধে। সংঘর্ষের ঘটনায় অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ।এর আগে শুক্রবার বিকালে গৃহকর্তা মঈনুদ্দিন ও বাড়ির কেয়ারটেকার কামালকে আটক করেছে পুলিশ। আটক তিন জন সহ আজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার নাদিয়া জুই। এ মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে পুলিশ জানায়, নিহত গৃহকর্মী লায়লির (২৫) স্বামীর ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। গত রাতে এ মামলা করা হয়।শুক্রবার গৃহকর্মী লাইলীর লাশ উদ্ধারের পর তাকে হত্যার অভিযোগ এনে স্থানীয়রা বনশ্রী জি ব্লকের চার নম্বর রোডের ওই সাত তলা বাড়ি প্রায় দুই ঘণ্টা ঘিরে রাখে এবং একটি গাড়ি পুড়িয়ে দেয়। তখন পুলিশের সঙ্গে সংঘর্ষও হয় স্থানীয়দের।
খিলগাঁও থানার উপপরিদর্শক মনসুর আহমেদ বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহীদুল হত্যামামলাটি করেন।এতে বাড়ির মালিক মুন্সী মইন উদ্দিন, তার স্ত্রী শাহনাজ ও বাসার দারোয়ান তোফাজ্জল হোসেন টিপুসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে।এই তিনজনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে,বলেন এসআই মনসুর।ভাংচুর ও নাশকতার অভিযোগে খিলগাঁও থানার এসআই মনজুর রহমান বাদী হয়ে অন্য মামলাটি করেন বলে মনসুর জানান। মামলায় প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।মুন্সী মইন উদ্দিনের বাড়ির গৃহকর্মী লাইলীকে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মইন উদ্দিনের দাবি, লাইলীকে আত্মহত্যা করেছেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, লাইলীর গলায় কালো দাগ ছিল। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি।অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, লাইলীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল।উল্লেখ্য, শুক্রবার দুপুরে বনশ্রী জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ি থেকে লাইলি (২৫) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। এ তথ্য এলাকায় ছড়িয়ে যাওয়ার পরে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। এ ঘটনাকে হত্যাকান্ড দাবি করে গৃহকর্তার ফাঁসির দাবিতে আন্দোলনে নামেন তারা। এসময় সড়কে অবস্থান নিয়ে রাত পর্যন্ত বিক্ষোভ করেন এলাকাবাসী। একপর্যায়ে কয়েকটি গাড়িতে আগুন দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অবস্থান নিয়েছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, গৃহকর্তা মঈনুদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে ওই এলাকার গৃহকর্মীদের দীর্ঘদিনের ক্ষোভ। এর আগেও এই বাসায় গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে বলেও তারা জানান।