‘হ্যারি পটার’ ছবির অন্যতম তারকা রবার্ট হার্ডি আর নেই

0
178

‘হ্যারি পটার’ ছবির অন্যতম তারকা রবার্ট হার্ডি আর নেই। ব্রিটিশ এই অভিনেতার মৃত্যুর বিষয়টি তার পরিবার আজ ৪ আগস্ট শুক্রবার নিশ্চিত করেছে। ইন্ডিপেন্ডেন্ট সূত্রে তেমনটিই জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ‘হ্যারি পটার’ সিরিজে তিনি ‘মিনিস্টার অব ম্যাজিক’ খ্যাত কর্নেলিয়াস ফেজ চরিত্রে অভিনয় করেন।

রবার্ট হার্ডি তার ৭০ বছরের অভিনয়জীবনে মাতিয়েছেন মঞ্চ, টেলিভিশন এবং বড় পর্দা। সেই সাথে ভরেছে তার পুরস্কারের ঝুলি। ১৯৮১ সালে ‘উইনস্টন চার্চিল: দ্য ওয়াইল্ডারনেস ওয়ার্ল্ড’ ছবিতে অভিনয় করে তিনি লাভ করেন ‘ব্রিটিশ এ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড’। আট পর্বের এই ধারাবাহিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের রাজনৈতিক জীবন ও কর্মকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। তাতে দুর্দান্ত অভিনয়ের স্মৃতি আজও দর্শকদের মন থেকে মুছে যায়নি।

তার সন্তানেরা একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন যে, ‘বাবা শুধু একজন খ্যাতিমান অভিনেতা নন, তিনি ছিলেন একাধারে ভাষাবিদ, সংগীতপ্রেমী, সাহিত্য ও ইতিহাসপ্রেমী। এসব বিষয়ে তিনি বিষদ জ্ঞান রাখতেন।’ তিনি কাজের স্বীকৃতি স্বরূপ বৃটিশ রাণীর কাছে থেকে ‘সিবিই’ অ্যাওয়ার্ড লাভ করেন।