গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় বনশ্রীতে সংঘর্ষ, গাড়িতে আগুন

0
0

রাজধানীর বনশ্রীতে এক গৃহকর্মীর লাশ উদ্ধারের পর তাকে হত্যার অভিযোগ এনে ওই বাড়িতে হামলার পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে জাড়িয়েছে স্থানীয়রা। বক্ষোভকারীরা বনশ্রীর জি ব্লকের চার নম্বর রোডের ওই সাত তলা বাড়ি শুক্রবার বিকাল থেকে ঘিরে রেখেছে বলে জানিয়েছে পুলিশ। ওই বাড়ির সামনে রাখা একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। বাড়ির মালিক মুন্সী মইন উদ্দিন ও দারোয়ানকে পুলিশ আটক করেছে।মুন্সী মইন উদ্দিনের বাড়ির গৃহকর্মী লাইলী আক্তারকে (২৫) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মইন উদ্দিন হাসপাতালে পুলিশের কাছে দাবি করেন, সকালে বাসায় কাজ করতে এসে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন লাইলী। ডাকাডাকির পর দরজা না খোলায় বাড়ির ম্যানেজার এসে দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে গলায় ওড়ানা প্যাঁচানো অবস্থায় লাইলীকে দেখতে পান।মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, লাইলীর গলায় কালো দাগ ছিল। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি।কিন্তু লাইলী আক্তারকে কুপিয়ে হত্যার গুজব ছড়িয়ে পড়লে বিকালে এলাকাবাসী ওই বাড়ির সামনে জড়ো হয়ে ঢিল মারতে শুরু করে। তারা বাড়ির ফটক ভাঙার চেষ্টা করেন এবং সামনে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের গাড়িকেও বাধা দেয়।পুলিশ ওই বাড়ির সামনে থেকে জনতাকে সরানোর চেষ্টা করলেও দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেলও ছোড়ে।খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বিকাল সাড়ে ৫টার দিকে বলেন, এখনও ঝামেলা চলছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।