গাজীপুরের শ্রীপুরে জলাতঙ্ক রোগে আক্রান্ত মৃত গরুর মাংস বিক্রি চেষ্টার ছবি ও ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে ছড়িয়ে দেয়ায় এবং মাংস বিক্রিতে বাঁধা দেয়ায় সন্ত্রাসীরা এক যুবককে এলোপাতাড়ি মারধর করেছে। এসময় হামলাকারীরা ওই যুবককে ক্ষুর দিয়ে উপর্যুপরি আঘাত করেছে। এঘটনায় বৃহষ্পতিবার থানায় মামলা দায়ের করা হলে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে।
শ্রীপুর মডেল থানার এসআই মহসিন ও এলাকাবাসী জানান, শ্রীপুর উপজেলার বরমী বাজার পাঠানটেক গ্রামের শুক্কুর আলীর বকনা গরুকে গত প্রায় ২৫ দিন আগে একটি কুকুরে কামড়ায়। জলাতঙ্ক আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে গরুটি মারা যায়। বরমী বাজারের মাংস ব্যবসায়ী মোক্তার আলম, রুবেল, আব্দুল কাদির ও শহিদ চামড়া সংগ্রহের কথা বলে দুই হাজার টাকায় মৃত গরুটিকে ক্রয় করে। পরে মাংস ব্যবসায়ীরা চামড়া ছাড়িয়ে মৃত ওই গরুর মাংস বরমী বাজারে এনে বিক্রির প্রস্তুতি নিলে স্থানীয় লোকজন মাংস ব্যবসায়ী শহিদ ও আলমকে আটক করে। এসময় ওই গ্রামের এনামুলসহ কয়েক যুবকের সঙ্গে টাকার বিনিময়ে দফারফা করে আটককৃতরা পালিয়ে যায়।
তারা আরো জানান, চামড়া ছাড়িয়ে মাংস বিক্রির চেষ্টার এ ঘটনার দৃশ্য মোবাইলে ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করে ফেসবুক ও সাংবাদিকসহ বিভিন্ন ব্যাক্তির কাছে ছড়িয়ে দেয় শ্রীপুরের বরমী এলাকার শামসুল হকের ছেলে তোফায়েল আহমেদ মোড়ল (২৩)। এতে তোফায়েলের উপর ক্ষুব্ধ হয় এনামুল ও তার লোকজন। বুধবার রাতে এনামুল লোকজন নিয়ে বরমী বাজারের কাঠমহলে মাসুদের দোকানে হানা দিয়ে তোফায়েলকে এলোপাতাড়ি মারধর করে। এসময় হামলাকারীরা ওই যুবককে ক্ষুর দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে তোফায়েল গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত তোফায়েলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে ভর্তি করে। এ ঘটনায় বৃহষ্পতিবার শ্রীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দুপুরে বরমী পাঠানটেক এলাকার মোখলেসুর রহমানের ছেলে আল আমীনকে (২২) গ্রেফতার করে।
শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।