তোফা ও তহুরা ভালো আছে। তারা মায়ের বুকের দুধের পাশাপাশি অন্য খাবারও খেয়েছে।বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মিজানুর রহমান এবং শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক সাহনূর ইসলাম এ কথা জানিয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তোফা ও তহুরার সর্বশেষ অবস্থা জানিয়েছেন তাঁরা। বার্ন ইউনিটে ভর্তি বিরল রোগে আক্রান্ত মুক্তামণির সার্বিক অবস্থা জানানোর জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত মিজানুর রহমান এবং সাহনূর ইসলাম এই দুই শিশুর সার্বিক অবস্থাও বর্ণনা করেন।
সাহনূর ইসলাম বলেন, তোফা ও তহুরাকে অস্ত্রোপচার করে আলাদা করার বিষয়টি সফল হয়েছে। পুরোপুরি সফল তখনই বলা যাবে, যখন তারা বাবা মায়ের কোলে উঠে বাড়ি ফিরতে পারবে। বাড়ি পাঠানোর পর তাদের পুনর্বাসনের বিষয়টিও দেখা হবে। অস্ত্রোপচারের পর থেকে এই দুই শিশু পোস্ট অপারেটিভ রুমে আছে। শিশু সার্জারি ওয়ার্ডে এক বিছানায় এক সঙ্গে দুই-তিন শিশুকে রাখা হয়। সংক্রমণের ঝুঁকি থাকায় তাদের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হবে আরও কয়েক দিন।
এদিকে, রক্তনালির বিরল রোগে আক্রান্ত মুক্তামণির ডান হাতটা অক্ষত রেখেই যাতে অস্ত্রোপচার করা সম্ভব হয়, চিকিৎসকেরা প্রথমে সে চেষ্টা করবেন। তবে তা সম্ভব না হলে হাত কেটে হলেও অস্ত্রোপচার করতে হবে। কেননা, অস্ত্রোপচার না করলে তার মৃত্যুঝুঁকি আছে। মুক্তামণির বাবা-মা মেয়ের হাত কেটে ফেলতে হলেও অস্ত্রোপচারে সম্মতি দিয়েছেন। তাঁদের কাছে মেয়ের হাতের চেয়ে জীবন আগে।
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে চিকিৎসকেরা জানিয়েছেন, মুক্তামণির বায়োপসি করা হবে আগামী শনিবার। বায়োপসি (একধরনের অস্ত্রোপচার) করার সময় হাত থেকে ঠিক কতটুকু জায়গা কাটতে হবে, তা বায়োপসি করার সময় সিদ্ধান্ত নিতে হবে। আগে থেকে কিছুই বলা সম্ভব না। বায়োপসির ফলাফল থেকে জানা যেতে পারে তার বিরল রোগের নাম।
সাতক্ষীরায় জন্মের দেড় বছর পর থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে মুক্তামণির ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। মুক্তামণি বিছানাবন্দী হয়ে পড়ে। এখন তার বয়স ১০ বা ১২ বছর। মুক্তামণির রোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ব্যাপক আলোচনা চলে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। বিনা মূল্যে তার চিকিৎসা চলছে।
সংবাদ সম্মেলনে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসা সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে করা সম্ভব কি না, তা দেখার নির্দেশ দেন। তারপর বার্ন ইউনিটের পক্ষ থেকে সিঙ্গাপুরের হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তামণিকে সেখানকার চিকিৎসকদের দেখানো হয়। তার সব প্রতিবেদন পাঠানো হয়। তবে সেখান থেকে মুক্তামণির অবস্থাকে ‘ডিফিকাল্ট কেস’ বলে ই-মেইলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা বলেছেন, মুক্তামণির হাত কেটে ফেলতে হতে পারে। আর এই মুহূর্তে সিঙ্গাপুরে মুক্তামণির অস্ত্রোপচার করা সম্ভব হবে না, বিভিন্ন ডায়াগনোসিস করে দেখতে পারেন। প্রধানমন্ত্রীকে এ কথা জানানোর পর তিনি বার্ন ইউনিটেই মুক্তামণির চিকিৎসা করানোর নির্দেশ দিয়েছেন।সামন্ত লাল সেন বলেন, ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা কয়েক দিন আগেই জোড়া লাগানো যমজ শিশুকে অস্ত্রোপচার করে আলাদা করতে সফল হয়েছেন। দেশবাসী দোয়া করবেন, আর আমরা চেষ্টা করব। আমরা অগ্রাধিকার দেব, তার হাতটি যাতে রক্ষা করতে পারি।