আফগানিস্তানের যুদ্ধ নিয়ে হতাশ ট্রাম্প

0
0

আফগানিস্তানে ১৬ বছর ধরে লড়াই করার পরও যুদ্ধশেষ হওয়ার কোনো আভাস না থাকায় এ যুদ্ধ নিয়ে হতাশ হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এই যুদ্ধ দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন কৌশল বাস্তবায়ন প্রক্রিয়াকে দেরি করিয়ে দিতে পারে বলেও সন্দেহ করছেন তিনি।আর এসব কারণে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর প্রধানকে তিনি বরখাস্তের পরামরর্শ দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।নাম প্রকাশ না করার শর্তে বুধবার তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ১৯ জুলাই হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এক বৈঠকে এক কর্মকর্তা আফগান যুদ্ধ শেষ পর্যায়ে আছে বলে জানালে ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন।আমরা যুদ্ধে জয়ী হচ্ছি না, বলেন তিনি।

এ সময় ট্রাম্প দাবি করেন, তার শীর্ষ জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টারা ওই যুদ্ধের বিষয়ে তাকে আরো বেশি তথ্য যোগান দেন।যুদ্ধে না জেতার জন্য আফগানিস্তানে যুক্তরাষ্ট্র বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকোলসনকে বরখাস্তের বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মেরিন জেনারেল জোসেফ ডানফোর্ডের বিবেচনা করা উচিত বলে ট্রাম্প মন্তব্য করলে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।যুদ্ধে যুক্তরাষ্ট্রের হারার বিষয়টি সামরিক বাহিনী অনুমোদন করছে ট্রাম্পের এমন কঠোর অভিযোগের মুখে কয়েকজন কর্মকর্তা বৈঠক ছেড়ে উঠে যান।বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের নীতি পরিচালনা নিয়ে ট্রাম্পের প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননের সঙ্গে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বাদানুবাদ শুরু হয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।কর্মকর্তাদের একজন এই বাদানুবাদকে চিৎকার প্রতিযোগিতা বলে অভিহিত করেছেন। বৈঠকে ম্যাটিস, ম্যাকমাস্টার এবং অন্যান্য শীর্ষ উপদেষ্টারা সম্মিলিতভাবে ট্রাম্পের প্রশ্নের জবাব দিয়ে তাকে কৌশল অনুমোদন করানোর চেষ্টা করেন বলে ওই কর্মকর্তারা জানিয়েছেন।বৈঠকের এই বিবরণ সম্পর্কে হোয়াইট হাউসের মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।বৃহস্পতিবার একই বিষয়ে শীর্ষ উপদেষ্টাদের নিয়ে ট্রাম্পের আরেকটি বৈঠক করার কথা রয়েছে।