ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিয়েছে ৩৫ রাজনৈতিক দল

0
0

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ ৩৫টি দল তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এই তথ্য জানান।তিনি জানান, নিবন্ধিত বাকি ৫টি দল হিসাব জমা দেওয়ার জন্য সময় বৃদ্ধির আবেদন করেছে। যে পাঁচটি দল সময় বাড়ানোর আবেদন করেছে সেগুলো হলো- বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) বাংলাদেশ ন্যশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও ইসলামী ঐক্যজোট।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর বিধান অনুযায়ী প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী বছরের আয়-ব্যয়ের হিসাব (অডিট রিপোর্ট) নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্য-বাধকতা রয়েছে। তবে কোনও দল চাইলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে আবেদন করে সময় বৃদ্ধি করতে পারে। এদিকে, ২০১৬ সালে আয়-ব্যয় শেষে বিএনপির তহবিলে ১৪ লাখ টাকা জমা হয়েছে। দলটির আয়ের উৎস হলো সদস্যদের চাঁদা, শুভাকাক্সক্ষীদের দান এবং দলীয় প্রকাশনা সামগ্রী বিক্রি।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনে ২০১৬ সালে বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।রিজভী বলেন, ২০১৬ সালে বিএনপির আয় হচ্ছে ৪ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা। ব্যয় হচ্ছে ৩ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৮৫২ টাকা। উদ্বৃত্ত আছে ১৪ লাখ ৪ হাজার ৮৭৮ টাকা।আয়ের খাত সম্পর্কে জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, দলের তৃণমূলের সদস্যদের চাঁদা, ডোনেশনকেও আমরা আয় হিসাবে নিয়েছি। এ ছাড়া এবার আমরা ভিশন টোয়েন্টি থার্টি (পুস্তিকা) ১২ টাকা করে বিক্রি করেছি। ব্যাংকে এফডিআর সুদও আছে।

নির্বাচন কমিশনে ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারা মোট আয় করেছে ৪ কোটি ৮৪ লক্ষ ৩৪ হাজার ৯৭ টাকা। ব্যয় করেছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।আয় ব্যয়ের পার্থক্য ১ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ২৯৮ টাকা। ব্যাংকে মোট জমার পরিমাণ ২৫ কোটি ৫৮ লাখ ১১ হাজার ৪৪১ টাকা।সোমবার সকালে আওয়ামী লীগের প্রতিনিধিদল নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে এই হিসাব জমা দেয়। প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমনি, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।আওয়ামী লীগের আয়ের প্রধান উৎসগুলো হলো কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটি, সহসম্পাদক, কেন্দ্রীয় উপকমিটি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, সংসদ সদস্য, মনোনয়ন ফরম বিক্রি, উপনির্বাচন, অনুদান, ব্যাংকপ্রাপ্ত সুদ থেকে আয়। মোট ব্যাংকপ্রাপ্ত সুদের পরিমাণ ১ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৭৯৬ টাকা।ব্যয়ের প্রধান উৎসগুলো হলো কর্মচারীদের বেতন, বোনাস, আপ্যায়ন ও অন্যান্য খরচ, কেন্দ্রীয় সভা অথবা জনসভা, নির্বাচনী অফিস ব্যয়, উত্তরণ-পত্রিকা প্রকাশনা ও সংশ্লিষ্ট খরচ, ত্রাণ কার্যক্রম, বিভাগীয় ও জেলা জনসভা, সহযোগী সংগঠন অনুষ্ঠান, সাংগঠনিক খরচ ও অন্যান্য ব্যয়।