জলাবদ্ধতা দূর করতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

0
0

রাজধানীর জলাবদ্ধতা দূর করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মিত বক্স কালভার্ট খুলে দিয়ে এর ওপর উড়ালসেতু বানানোর কথা বলেছেন তিনি। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কাজ শুরুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর অনানুষ্ঠানিক আলোচনাকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, খালগুলোর ওপর বক্স কালভার্ট থাকার কারণে ভেতরের ময়লা পরিষ্কার করা সম্ভব হয় না। এতে পানিও দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।প্রধানমন্ত্রী বুড়িগঙ্গা ও ব্রহ্মপুত্র নদী হেভি ড্রেজিং মেশিন দিয়ে খনন করারও নির্দেশনা দেন। ড্রেজিং করা বালু বিক্রির ব্যবস্থা করার জন্যও তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান পদের মেয়াদ সর্বোচ্চ চার বছর নির্ধারণের জন্য একটি নতুন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে সরকার।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, বাহিনী প্রধানদের মেয়াদ বৃদ্ধির জন্য সংবিধান সংশোধনের বাধ্যবাধকতা থাকায় ‘প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন- ২০১৭’ নামে নতুন আইন করা হচ্ছে।তিনি বলেন, সংবিধানে বলা আছে, বাহিনী প্রধানদের নিয়োগ ও বেতন-ভাতা আইন দিয়ে নির্ধারিত হবে। এতদিন জয়েন্ট সার্ভিসেস ইন্সট্রাকশনস (জেএসআই) নামে একটি সার্কুলার দিয়ে এটা চলত। যেহেতু সংবিধানের বাধ্যবাধকতা আছে, সেহেতু আইন প্রণয়ন করা হচ্ছে। জেএসআইতে বাহিনী প্রধানদের পদে চাকরির সময় নির্ধারিত ছিল না। তবে নতুন আইন অনুযায়ী বাহিনী প্রধানদের মেয়াদ চার বছর হবে বলে জানন মন্ত্রিপরিষদ সচিব।এছাড়া খসড়া আইন অনুযায়ী, বাহিনী প্রধানদের অবসরের ক্ষেত্রে সরকারি চাকরির অবসরের বয়সসীমা ৫৯ বছর কার্যকর হবে না।বাহিনীর প্রধান হিসেবে কেউ নিয়োগ পাওয়ার পরে চার বছরের মেয়াদ পূর্ণ হতে ৫৯ বছর বয়স পেরিয়ে গেলেও তিনি দায়িত্ব পালন করতে পারবেন।