দুর্নীতির বিরুদ্ধে থেকে দেশের জন্য কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

0
187

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে দেশের মানুষের জন্য কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত জেলা প্রশাসকদের সম্মেলনে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি কাজে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন সবাই। জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে সামগ্রিক সচেতনতা গড়ে তুলতে হবে। এখন দেশের সবকিছুই আমরা ডিজিটাল করে দিচ্ছি। ঘরে বসেই এখন সব তথ্য পাওয়া যায়। সেই সুযোগগুলোকে আপনারা নিজ নিজ এলাকার উন্নয়নে কাজে লাগাবেন।

প্রধানমন্ত্রী আরো বলেছেন, মুক্তিযুদ্ধের পর থেকে আমরা চেষ্টা করেছি দেশটা গড়ে তুলতে। ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা দেশ প্রবলভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিলো। সেটা থেকে যখন ঘুরে দাঁড়ানোর সময় এলো তখনই ৭৫ এলো। এরপর স্বাধীনতা বিরোধীরা ২১ বছর ধরে বাংলাদেশকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করেছিলো। কিন্তু বাংলাদেশ এতকিছুর পরও প্রমাণ করলো যে উন্নত হতে তারা পারে। আর বাংলাদেশ একটু উন্নত হলেই অনেকে আসবে পরামর্শ দিতে, সাহায্য করার নাম নিয়ে কিন্তু আসলে তারা আসবে আমাদের নিয়ে খেলতে। তাদের সেই সুযোগ দেওয়া যাবে না।

এসময় প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা অনেকেই নিজ নিজ উদ্যোগে অনেক কিছু করছেন। একেক জেলার একেক বৈশিষ্ট্য থাকে সেসব কাজে লাগিয়ে আপনারা এলাকার উন্নয়নে কাজ করবেন। প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের এসময় নানান নির্দেশনাও দেন।