সাত কলেজ: শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার দাবি

0
0

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার, গুরুতর আহত তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহন ও ১২শ’ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।সোমবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের সাত দফা মেনে নেওয়াসহ এসব এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সরকারি তিতুমীর কলেজের অ্যাকাউন্টিং বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী রিয়াজ মাহমুদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের যৌথ আয়োজনে শনিবার শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপাচার্যের বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের ‘কথিত প্রতিনিধি’ বলে উলে¬খ করা হয়েছে সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘গতকালের বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের কেউই আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেন না।বৈঠকের বিষয় নিয়ে আমরা যারা আন্দোলনে ছিলাম, তাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। সাত কলেজের অধ্যক্ষের অনুগত ছাত্রদের সেখানে পাঠানো হয়েছে। তারা প্রকৃত ছাত্র কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে।সিদ্দিকুর রহমান প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, সিদ্দিকুর রহমানের চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষ নেওয়ার কথা ঘোষণা করলেও কার্যকর কোনও উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য সিদ্দিকুর রহমানকে দেশের বাইরে পাঠানোরও দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে অধিভুক্ত সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷