ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন) বিভাগের, ডাকাতি প্রতিরোধ টিম গত ১০/০৭/২০১৭ তারিখ নড়াইল, মানিকগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ৮ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট হতে লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ হযরত আলী, ২। মোঃ নিউটন গাজী, ৩। মোঃ রিপন মিয়া, ৪। নিপু চন্দ্র দে, ৫। মোঃ কবির হোসেন, ৬। বাবুল, ৭। মনির হোসেন এবং ৮। তারেক মোল্লা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, গত ১৬/০৫/২০১৭ ইং তারিখে রাত ০৩.২০ টায় বিমানবন্দর থানাধীন ০১ নং সেক্টরস্থ স্কলাস্টিকা স্কুলের সামনে রাস্তার উপর ০১ টি পিকআপ যোগে এসে তাইওয়ান নাগরিকদ্বয়কে জিম্মি করে ০১ টি গও মোবাইল সেট, ২৬০০ তাইওয়ানী ডলার, ৮৫০ ইউএস ডলার, ০১ টি হাত ঘড়ি, ০১ টি আইফোন ডাকাতি করে নিয়ে যায়।
গত ২৯/০৫/২০১৭ ইং তারিখে রাত ০৩.৩০ টায় ডেমরা থানাধীন পাইটি ব্রাক অফিসের সামনে ০১ টি পিকআপ যোগে এসে ড্রাইভার ও হেলপারকে জিম্মি করে ০১ টি পিকআপ, ০১ টি ১৭ ইঞ্চি এলসিডি মনিটর, ০১ টি খাটিয়া, ০১ টি ওয়ালটন ফ্রিজ, ০৩ টি প্লাসটিকের চেয়ার, ০৩ টি মোবাইল সহ বসতবাড়ীর কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
গত ১৯/০৪/২০১৭ ইং তারিখে রাত ০৩.৩০ টায় বিমানবন্দর থানাধীন এয়ারপোর্ট মার্কেটের সামনে ০১ টি পিকআপ যোগে এসে ড্রাইভার ও হেলপারকে জিম্মি করে বাদীর ০১ টি পিকআপ বোঝাই বিভিন্ন প্রকার ভোগ্য সামগ্রী ডাকাতি করে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা রাজধানীসহ বিভিন্ন মহাসড়কে পিকআপ যোগে রাত্রীকালীন ডাকাতি করে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে-
১। বিমানবন্দর থানা এলাকা হতে তাইওয়ান নাগরিকদ্বয়কে জিম্মি করে ডাকাতি হওয়া ০১ টি গও মোবাইল সেট, ২০০০ তাইওয়ানি ডলার, ৬০ ইউএস ডলার, ডাকাতি ঘটনায় ব্যবহৃত পিকআপ (রেজিঃ নং- ঢাঃমেঃ ন-১৩-০৯৬৩), ০২ টি চাপাতি ও ০১ টি ছোরা উদ্ধার।
২। ডেমরা থানা এলাকা হতে ডাকাতি হওয়া ০১ টি ১৭ ইঞ্চি এলসিডি মনিটর, ০১ টি খাটিয়া, ০২ টি প্লাসটিকের চেয়ার ও বসতবাড়ীর কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার।
৩। ওয়ারী থানা এলাকায় ওয়ালটন শোরুম হতে ডাকাতি হওয়া ০৫ টি ২৪ ইঞ্চি এলইডি টিভি, ০১ টি ওয়ালটন ফ্রিজ উদ্ধার।
উপ-পুলশি কমশিনার
মডিয়িা এন্ড পাবলকি রলিশেন্স
ঢাকা মট্রেোপলটিন পুলশি, ঢাকা।