গাজীপুরের কাপাসিয়ায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হত্যাকারী নিহতের ছেলেকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম বাদল মিয়াকে (৪৫)। সে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাঘিয়া মধ্যপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে।
কাপাসিয়া থানার এসআই মনিরুজ্জামান খাঁন জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে ও গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকার ৯নং সেক্টর থেকে সোমবার দিবাগত রাতে বাদলকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, বৃদ্ধ আব্দুল কাদির (৭৫) তার নাতি মাসুমকে (২২) বাবা বাদলের অমতে বিয়ে করান। কিন্তু বাদল এ বিয়ে মেনে নেয় নি। এনিয়ে গত ১৩ মে বিকেলে আব্দুল কাদিরের সঙ্গে তার ছেলে বাদলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দা ও শাবল নিয়ে বাদল তার বাবার ওপর হামলা চালায়। এসময় বাদল দা’ দিয়ে বাবা কাদিরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যপুরি কোপায় ও ডান হাত কেটে ফেলে। ঘটনার সময় আব্দুল কাদিরকে বাঁচাতে বাদলের ছোট ভাই জুয়েল (৩৮) ও ছেলে মাসুম এগিয়ে এলে বাদল তাদেরকেও কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধ আব্দুল কাদিরের। এঘটনায় বাদলকে আসামি করে নিহতের ছোট ছেলে জুয়েল কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর কাপাসিয়া থেকে পালিয়ে গিয়ে বাদল উত্তরায় আশ্রয় নেয়।