শহীদুল হক মামা’র প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

0
0

মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার শহীদুল হক মামা’র প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনেরা তার আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার কথা বলেছেন। গত ৩০ জুন কাতারের রাজধানী দোহারে একটি হাসপাতালে মারা যান মুক্তিযোদ্ধা শহীদুল হক। মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে তার মরদেহ ঢাকা এসে পৌঁছায়। সকাল সাড়ে ১০টায় এই গেরিলা যোদ্ধার মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়ার পর ফুলেল শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধার মিছিলে ছিলেন মন্ত্রী, রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। শ্রদ্ধা জানাতে আসেন মানবতাবিরোধী অপরাধের তদন্ত সংস্থার কর্মকর্তারাও। উপস্থিত ছিলেন তার স্বজনরাও।

দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাযার পর তার মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুরে। সেখানে কাজীপুরী জামে মসজিদে আরেক দফা জানাযার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।