প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৮ বছর ধরে একটানা রাষ্ট্র পরিচালনার কারণেই উন্নয়ন দৃশ্যমান হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা যেন থাকে সে ব্যবস্থা করে যেতে চায় সরকার। জাতীয় মজুরী ও উৎপাদনশীলতা কমিশন ২০১৫ এর প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, শ্রমিক শ্রেণী যেন ভালো থাকে সরকার সে চেষ্টাই সবসময় করে যাচ্ছে।
শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষা করার পাশাপাশি স্থানীয় সম্পদ, কর্মকৌশল ও মানবশক্তির সবোর্চ্চ ব্যবহার নিশ্চিত করে জাতীয় মজুরী ও উৎপাদনশীলতা কমিশন ২০১৫ এর প্রতিবেদন হস্তান্তর করা হয় প্রধানমন্ত্রীর কাছে। অনুষ্ঠানে শ্রমিকদের বেতন-ভাতা বাড়াতে আমলাতান্ত্রিক পদ্ধতি বাদ দিয়ে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের উন্নয়ন কাজগুলো তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতার স্বার্থে সরকারের উপর আস্থা রাখতে বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী জানান, বন্যা দুর্গত এলাকার জন্য এবং আগামীতেও যদি কোন এলাকা প্লাবিত হয় তার জন্য সকল প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার।