ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি মসজিদের বাইরে বন্দুকধারীর গুলিতে আটজন আহত হয়েছেন। ফ্রান্স কর্তৃপক্ষ এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর অ্যাভিগনির আরাহমাহ মসজিদে নামাজ শেষে মুসল্লিদের বের হওয়ার সময় এ হামলা চালায় দুই সন্দেহভাজন। স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম লা প্রোভেন্সের এক প্রতিবেদনে জানানো হয়, সন্দেহভাজনরা একটি রেনাল্ট ক্লিও গাড়িতে চেপে বন্দুক ও শটগান দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তবে পুলিশ একে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে না।
এ সময় মসজিদের বাইরে থাকা চারজন আহত হন। আর মসজিদ থেকে ৫০ মিটার দূরত্বে অবস্থিত একটি বাড়িতে বসবাসরত সাত বছরের শিশুসহ একই পরিবারের চার সদস্যও এতে আহত হন। লা প্রোভেন্স প্রতিবেদনে আরো জানায়, আহত আটজনের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মুসল্লিরা এ হামলার লক্ষ্যবস্তু ছিলেন না। লোরে চাবুদ নামের একজন জেলা হাকিম জানিয়েছেন, মনে হচ্ছে, এটা দুই তরুণের অভ্যন্তরীণ কলহের ফল।
গত বৃহস্পতিবার প্যারিসের একটি মসজিদের সামনে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টাকালে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। প্যারিসের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে ফ্রান্সে বিশেষ নিরাপত্তা অ্যালার্ট চালু রয়েছে।