ফরহাদ মজহারকে অপহরণে সরকার: বিএনপি

0
0

ফরহাদ মজহারকে অপহরণে সরকারি কোনো সংস্থা জড়িত বলে সন্দেহ করছে বিএনপি।পরিবারের কাছে অভিযোগ পাওয়ার পর ফরহাদ মজহারকে উদ্ধারে চেষ্টা চলছে বলে পুলিশের বক্তব্যের মধ্যে দলটির নেতা রুহুল কবির রিজভী এই সন্দেহের কথা জানান। সোমবার বিকালে নয়া পল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রখ্যাত কলামনিস্ট, গবেষক, কবি এবং প্রতিথযশা বুদ্ধিজীবী ফরহাদ মজহারের পরিবার সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে যে তথ্যটুকু পেয়েছি, তা হৃদয়বিদারক, অমানবিক এবং সারা জাতির জন্য ভীতি ও শঙ্কার।আমরা যেটা মনে করি, সরকারের অজান্তে এই ঘটনা ঘটেনি। সরকারের কোনো এজেন্সি বা কোনো টিম এই ঘটনার সাথে জড়িত।

ফরহাদ মজহারের পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণের অভিযোগ করা হলেও কাউকে সন্দেহের কথা জানানো হয়নি।তারা বলছে, ভোরে তুলে নেওয়ার পর ফরহাদ মজহার তার মোবাইলে থেকে ফোন করে ৩৫ লাখ টাকা না দিলে তাকে মেরে ফেলার আশঙ্কার কথা জানান।পুলিশ বলছে, খুলনা অঞ্চলে ফরহাদ মজহারের অবস্থান শনাক্ত করেছেন তারা। উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।রিজভী বলেন, অপহরণের ২৪ মিনিট পরে ফরহাদ মজহার সাহেবকে দিয়ে বলা হয়, আপনারা টাকা যোগাড় করেন এবং সেই টাকা দিলে পরে ছেড়ে দেওয়া হবে। একজন সাংবাদিক জানিয়েছেন, এই টাকার পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা।

এরপর পুলিশকে ঘটনা জানানো হলে তারা যে মোবাইল নম্বরে যোগাযোগ করেছেন, তা ট্র্যাক করার চেষ্টা করে। তারা ট্র্যাক করে দেখেছেন যে, কখনও গাড়িটি মানিকগঞ্জের দিকে আছে, আবার পরবর্তীতে বলেছেন যে মাগুরা-যশোরের দিকে আছে। বিষয়টা রহস্যজনক।সরকারকে সন্দেহের কারণ ব্যাখ্যা করে রিজভী বলেন, “আমরা মনে করি, এই অপহরণের উদ্দেশ্য হচ্ছে আর যাতে কেউ কলম না ধরতে পারে, আর যাতে অন্যায়ের প্রতিবাদ করতে না পারে, দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ যে গুমরে গুমরে মরছে, এটা যেন বাঙময় হয়ে খবরে কাগজে অথবা অন্য কোথাও প্রকাশিত হতে না পারে। নিস্তব্ধ-নীরব হয়ে যায় যেন মানুষ। আর তাই পরিতৃপ্তি সহকারে এই দুঃশাসনের অধিকর্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী রাজত্ব করে যাবেন।তাকে এমনি মুক্তিপণের জন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠি, অপরহরণকারী গোষ্ঠি অপহরণ করতে পারে না। সরকার তার যে লেখনী, তা যে চিন্তা, তার যে মনন, এটিকে ভয় পেয়ে অনেকদিন ধরেই মনে হয় টার্গেট করেছিল, আজকে সেই টার্গেটটা সম্পন্ন করার তারা চেষ্টা চালিয়েছে।

ফরহাদ মজহারকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নইলে এদেশের মানুষ ক্ষোভে প্রতিবাদে ফেটে পড়বে। কোন এজেন্সিকে আপনি সন্দেহ করছেন- প্রশ্ন করা হলে রিজভী বলেন, এটা তো আমরা বলতে পারব না। এই ধরণের ঘটনাগুলো আমরা এর আগেও দেখেছি। আপনারা দেখুন এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, চৌধুরী আলমের কথাই বলুন, নেচারটা এই রকমই।আইনশৃঙ্খলা বাহিনী মাইক্রোবাসে নিয়ে যাচ্ছে, কালো গ্লাসঢাকা মাইক্রোবাসে তারা তুলে নিচ্ছে, তারা আবার অস্বীকার করছেন। তারা আবার নাটক করে দেখাচ্ছে, আমরা খোঁজ নিচ্ছি, খোঁজ করছি।

এদিকে, অপহৃত’ কবি-কলামনিস্ট ফরহাদ মজহারের অবস্থান খুলনা অঞ্চলে বলে জানতে পেরেছে পুলিশ।তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার।সোমবার সকালে পরিবার থানায় অভিযোগ করার পর বিকালে একথা জানান জানান এই পুলিশ কর্মকর্তা।

পুলিশের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে তার অবস্থান শনাক্ত হয়েছে। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছি।বিপ্লব সরকার বলেন, আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। তবে বিষয়টি এখনও বেশ রহস্যজনক।সকাল ১০টার দিকে ফরহাদ মজহারের এক আত্মীয় আদাবর থানায় গিয়ে মৌখিক অভিযোগ জানানোর পর পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে।

আদাবর থানার এসআই মহসিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফরহাদ মজহারের একজন আত্মীয় সকাল ১০টার দিকে থানায় আসেন।তিনি বলেছেন, ফরহাদ মজহার সাহেব কোনো একজনের ফোন পেয়ে ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে বাসা থেকে বের হয়ে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে তিনি নিজেই স্ত্রীকে ফোন করে ৩৫ লাখ টাকা যোগাড় করতে বলেন।ফরহাদ মজহার থাকেন শ্যামলী রিং রোডের হক গার্ডেন নামের একটি ভবনে। আদাবর থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গেছেন।ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার এ বিষয়ে কথা বলতে চাননি।

তাদের পারিবারিক বন্ধু পরিচয় দিয়ে গৌতম দাশ বলেন, ফরহাদ মজহার সাহেবকে ভোরে কয়েকজন ডেকে নিয়ে যায়। ২৪ মিনিট পর উনি টেলিফোনে বলেছেন, ‘আমাকে তুলে নিয়ে যাচ্ছে’।টাকা দাবির বিষয়ে গৌতম কিছু না বললেও ফরহাদ মজহারের পরিবারের এক সদস্য অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক লিটন হায়দারকে বলেন, উনি (ফরহাদ) নিজের মোবাইল থেকেই ফোন করেছিলেন। বলেছেন, ৩৫ লাখ টাকা না দিলে মেরে ফেলবে।কিন্তু কারা ফরহাদ মজহারকে ধরে নিয়ে গেছে, সে বিষয়ে কোনো তথ্য পরিবারের সদস্যদের কাছে পাওয়া যায়নি। তাদের কোনো সন্দেহর কথাও জানা যায়নি।এসআই মহসীন বলেন, উনার ওয়াইফ বলেছেন তিনি সকাল ৫টা ৫ মিনিটে বের হয়েছিলেন। আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি, তিনি ৫টা ২৫ মিনিটে বের হয়েছেন।

২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ আন্দোলনের সমালোচক ফরহাদ মজহার বিভিন্ন বক্তব্যের জন্য আলোচিত।৭০ বছর বয়সী ফরহাদ মজহার নিজেকে মার্কসিস্ট হিসেবে পরিচয় দেন। তবে হেফাজতে ইসলামের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে বাম দলগুলোর সমালোচনা রয়েছে তার বিরুদ্ধে।শাহবাগের ওই আন্দোলনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের পক্ষে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিতেও দেখা গেছে তাকে।ওই সময় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের মধ্যে সংবাদকর্মীদের ওপর হামলার প্রেক্ষাপট হিসেবে একুশে টেলিভিশনের ‘টকশো’তে বিভিন্ন গণমাধ্যমকে ‘সন্ত্রাসী’ আখ্যায়াতি করে গণমাধ্যমের ওপর হামলাকে ‘সঠিক’ বলে মন্তব্য করেন তিনি।ওই সময় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে এক সভায় আরও কঠোর আন্দোলনে যেতে আহবান জানান ফরহাদ মজহার।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে পড়ার পর যুক্তরাষ্ট্রে গিয়ে অর্থনীতিতে ডিগ্রি নেন ফরহাদ মজহার। দেশে ফিরে তিনি উবিনীগ নামে একটি এনজিও গড়ে নয়াকৃষি আন্দোলন শুরু করেন।চিন্তা নামে একটি পত্রিকার সম্পাদক ফরহাদ মজহার সব সময় লুঙ্গি পরে থাকেন, যা নিয়েও রয়েছে আলোচনা।