জাতীয় পার্টি ভেঙ্গে যায়নি : এরশাদ

0
0

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ২৬ বছর ক্ষমতার বাহিরে থেকেও জাতীয় পার্টি ভেঙ্গে যায়নি। সোমবার সকালে দলীয় কার্যালয়ে এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এরশাদ বলেন, অনেকে বলে থাকেন যে, বিএনপি এর জায়গায় আমরা যাব, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। কারণ বিএনপি অনেক মানুষ হত্যা করেছে, নির্যাতন করেছে। আমার হাতে রক্তের দাগ নেই। বিএনপি’র স্থানে আমরা যাবনা। পৃথিবীর ইতিহাসে আমিই বিরল ইতিহাস সৃষ্টি করেছি। আমরা নিঃশেষ হয়ে যায়নি। সুষ্ঠু নির্বাচন দিলে আমরাই বিজয়ী হবো বলে এরশাদ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, আমি সৈনিক ছিলাম ১৯৮৩ সালে ক্ষমতা গ্রহণ করার পর ১৯৮৪ সালে নির্বাচন দিতে চেয়েছিলাম কিন্তু কোন রাজনৈতিক দল নির্বাচনে আসেনি। তাই আমাকে ক্ষমতা গ্রহণ করতে হয়েছিলো।এরশাদ বলেন, অনেক অত্যাচার, অন্যায়, জুলুম, নিপীড়ন ও নির্যাতনের পরেও জাতীয় পার্টির ঐক্য অটুট রয়েছে। ৯ বছর জাতীয় পার্টির সরকার দেশ পরিচালনা করেছে। ওই সময় বিএনপিসহ বিরোধী দল ৩৬৫ দিন হরতাল করেছে এবং ভালোভাবে দেশ পরিচালনা করতে দেয়নি বলে তিনি উল্লেখ করেন।জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি’র সভাপতিত্বে যৌথ সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী, প্রেসিডিয়াম সদস্য ও মানিকগঞ্জ জেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।