মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বর্জ্য অপসারনের জন্য সহায়তা চাইলেন পরিচালক

0
0

ময়মনসিংহ বিভাগের রোগীদের একমাত্র ভরসা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন হাজার হাজার রোগী ও তার সাথে আসা মানুষের ভীড়ে ভারাক্রান্ত হয়। পূর্বের চেয়ে বর্তমানে সরকারী এ হাসপাতালের চিকিৎসার মানে সন্তুষ্ট হয়ে আকৃষ্ট হয়েছে রোগীরা। কিন্তু হাসপাতালের সামনে ২৩০ মিটার বর্জ্য পড়ে থাকে দিনের পর দিন। দূর্ঘন্ধ ছড়ায় রাতদিন। রোগৗ ও স্বজনদের দূর্ভোগ লাঘবের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক বিগ্রেডিয়ার জেলারেল মোঃ নাসির উদ্দিন ২ জুলাই তার ফেইসবুক আইডিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ময়লার স্তুপ অপসারন ও ড্রেন পরিস্কারের জন্য মেয়র, জেলা প্রশাসক ও নাগরিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পরিচালকের ফেইসবুক ওয়াল থেকে জানা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ২৩০ মিটার ময়লার স্তুপ পড়ে আছে। পরিস্কার না করায় দূগন্ধ ছড়াচ্ছে। নষ্ট হচ্ছে পরিবেশ। সেই ড্রেনগুলো পরিস্কার না করায় পানি ময়লা আবর্জনা জমে তাতেও দূগন্ধ ছড়াচ্ছে। তার লিখা ও ছবি দেখে কমেন্ট করেছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. কে আর ইসলাম তিনি লিখেছেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব মো:নাসির উদ্দিন আহমেদ ফেইসবুকে আজ ২রা জুলাই যে সচিত্র প্রতিবেদন দিয়েছেন তারজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দু:খ প্রকাশ করে অবিলম্বে তা সমাধানের জন্য পদক্ষেপ নিতে হবে । ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ২৩০ মি: ময়লার স্তুপ। দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা কি পরিচ্ছন্ন ময়মনসিংহ শহরের বাস্তবতা। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষন করছি জেলা প্রশাসক ও মেয়রের মহোদয়ের সাহায্য চাই । রোগী ও জনসাধারণের শারীরিক সুস্থতা এবং পরিবেশ দূষনমূক্ত রাখতে স্তপকৃত আবর্জনা অবিলম্বে অপসারন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছি । শুধু অপসারন করেই শেষ নয় – আর যেন রাস্তায় কখনো আবর্জনার স্তুপ জমা হতে না পারে তার জন্য স্থায়ী পরিকল্পনা তৈরী করে ফেলতে হবে । পরিকল্পিত নগরীর অন্যতম প্রধান শর্ত হচ্ছে- স্বাস্হ্য সম্মত “বাতাস ও দূষনমূক্ত পরিবেশ” । পার্লামেন্টে বর্তমান বিরোধী দলীয়নেতা- বেগম রওশন এরশাদ এমপি ও ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব প্রিন্সিপাল মতিউর রহমান সাহেবের শহরে এমন দৃশ্য আর দেখতে চাই না ।

হাসান খান নামে আরেক জন লিখেছেন, প্রতিদিনই যাই দম বন্ধ হয়ে আসে। আবার লজ্জাও পাই এত বড় একটা হাসপাতালের এই অবস্থা দেখে। স্যার আমার মনে হয় আবর্জনা ব্যাবস্থাপনার দায়িত্তটা আপনারা নিলে ভাল কাজ হবে এবং তাই করা উচিত।এটা অনেক রোগ জীবানু ওয়ালা ডাস্ট। এমন মন্তব্যে পরিচালক নাসির উদ্দিন লিখেছেন, আমার পক্ষে সম্ভব নয় কারন পৌরসভাকে বছরে ১ কোটি টাকার টেকস দেই।আমার জনবল ও গাড়ী নেই।হাসপাতাল চালাতে ৫২৫ জন মানুষ অতিরিকত কাজ করে।টাকা পাব কোথায়?

তার ফেইসবুক ওয়ালে প্রথম ছাড়া ময়লা আবর্জনার ৪ ছবিতে বিকাল ৫ টা পর্যন্ত ৩০৮ জন লাইক করেছেন, শেয়ার করেছেন ১৯ জন। কমেন্টস করেছেন অর্ধশতাধিক জন। দ্বিতীয়বার ছাড়া ৫ টি ময়লা আবর্জনায় বন্ধ হয়ে থাকা ড্রেনের ছবিতে লাইক করেছেন ৭৯ জন। শেয়ার করেছেন ১ জন। এখানে কমেন্টস করেছেন ২ জন।