জয়নুল আবদীন ফারুক কারাগারে, বিএনপির নিন্দা ও প্রতিবাদ

0
0

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুককে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার মামলার হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর প্রতিবাদে নিন্দা জানিয়েছে বিএনপি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার তাদের জুলুম নির্যাতনের ধারাবাহিকতায় বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে লাগাতার মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন এবং কারান্তরীণ করে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, বর্তমান শাসকগোষ্ঠী কর্তৃক রাষ্ট্রক্ষমতাকে চিরস্থায়ী করার যে অভিপ্রায় সেটিকে বাস্তব রূপ দেয়ার জন্যই দেশব্যাপী হিংসাশ্রয়ী আচরণের অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুককে বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিবৃতিতে রিজভী জয়নুল আবদীন ফারুকের বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।