অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে বিশ্ব রেকর্ডের পাতায় হাসারাঙ্গা

0
0

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে বিশ্ব রেকর্ডের পাতায় নাম তুললেন শ্রীলংকার লেগ-স্পিনার ভানিদু হাসারাঙ্গা। এক দিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেকই হ্যাটট্রিক করা তৃতীয় বোলার তিনি। এ তালিকায় সবার উপরে ছিলেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এ তালিকায় তাইজুলের সঙ্গী হন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। আর বিশ্বের মধ্যে হ্যাটট্রিক করা ৪২তম বোলার হাসারাঙ্গা।

গল-এ জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় শ্রীলংকা। লক্ষন সান্দাকান ও অভিষেক ম্যাচ খেলতে নামা হাসারাঙ্গার স্পিন ভেলকিতে ১৫৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সান্দাকান ৪ উইকেট নিলেও, হ্যাটট্রিকসহ ৩ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা।জিম্বাবুয়ের ইনিংসের ৩৪তম ওভারে আক্রমণে এসে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকের স্বাদ নেন হাসারাঙ্গা। ঐ ওভারের দ্বিতীয় বলে জিম্বাবুয়ের ম্যালকম ওয়ালারকে, তৃতীয় বলে ডোনাল্ড ত্রিপানোকে এবং চতুর্থ বলে তেন্ডাই চাতারাকে শিকার করেন তিনি। ফলে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করা তৃতীয় বোলার বনে যান হাসারাঙ্গা।২০১৪ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই অভিষেক ম্যাচে ১১ রানে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন বাংলাদেশের তাইজুল। সে সময় অভিষেক ওয়ানডেতে হ্যাটট্রিক করা প্রথম বোলার ছিলেন তাইজুল। এরপর তাইজুলের পাশে নাম বসান রাবাদা। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেন রাবাদা।