জি-২০ সম্মেলনে হবে ট্রাম্প-পুতিনের প্রথম বৈঠক

0
0

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এখনও পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা হয়নি। তবে আগামী সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে এই দুই প্রেসিডেন্টের দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ. আর. ম্যাকমাস্টার জানিয়েছেন, হামবুর্গে দুই দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট মোট নয়টি বৈঠক করবেন। এর মধ্যে পুতিনের সঙ্গেও একটি বৈঠক হবে। আর এই সম্মেলনের ফাঁকে পোল্যান্ডেও সফর করবেন তিনি।

এইচ. আর. ম্যাকমাস্টার আরও বলেন, অন্য দেশের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের যে বৈঠকগুলো হবে, পুতিনের সঙ্গে তেমনই একটি বৈঠক হবে। এখানে ব্যতিক্রম কিছু হবে না, আর এই বৈঠকের নির্দিষ্ট কোন আলোচ্যসূচিও নেই।

বৃহস্পতিবার ক্রেমলিনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭-৮ জুলাই জার্মানির হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনের মাঝেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তবে বৈঠকের আনুষ্ঠানিকতার বিষয়ে সবকিছু এখনও চূড়ান্ত হয়নি।

চলতি বছরের জানুয়ারি মাসে ক্ষমতাগ্রহণ করেন ট্রাম্প। নির্বাচনের সময় পুতিনকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। মার্কিন নির্বাচনে রুশ আঁতাতের অভিযোগ নিয়ে বর্তমানেও চরম অস্বস্তিতে আছে ট্রাম্প প্রশাসন। আর ঠিক এমন একটি সময়েই মুখোমুখি হতে যাচ্ছেন ট্রাম্প ও পুতিন।