মধ্যপ্রাচ্য চলমান কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই কাতারের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একইসঙ্গে কাতারে মার্কিন বিমানঘাঁটি অন্যত্র সরিয়ে নেয়ার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল উতেইবা। কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে চলে আসলেও কিছুক্ষেত্রে দোহার সঙ্গে দূরত্ব বজায় রাখা হবে বলে জানান তিনি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ ও অর্থায়নের অভিযোগ করার পর এবার দোহায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করেছেন। ডানা শেল স্মিথ পদত্যাগের কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও, ট্রাম্প প্রশাসনের চাপে তিনি এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে জানায় গণমাধ্যম।