২৪ দিন পর জামিনে ছাড়া পেলেন ভুমিমন্ত্রী পুত্র

0
222

সন্ত্রাসী হামলা ও ভাংচুর মামলায় দীর্ঘ ২৪ দিন কারাভোগের পর মঙ্গলবার ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি‘র পুত্র শিরহান শরীফ তমাল জামিনে ছাড়া পেয়েছেন। মঙ্গলবার পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল করিমের আদালত থেকে তিনি জামিন পান।

কোর্ট ইন্সপেক্টর শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শিরহান শরীফ তমালের আইনজীবি এড. আহাদ বাবু আদালতে জামিন প্রার্থণা করলে বিজ্ঞ বিচারক তা‘ মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ১৮ মে পাবনার আধিপত্য বিস্তারের জের ধরে ঈশ্বরদীর পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাংচুর এবং ছাত্রলীগ নেতা জুবায়ের বিশ্বাসের বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের বাড়ীতে হামলা, মারপিট ও ভাংচুরের ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের হয়। ওই ২টি মামলায় ভুমিমন্ত্রী পুত্র শিরহান শরীফ তমালসহ ১১ জনকে আটক করে পুলিশ।