ইরাকে শরণার্থী শিবিরে খাদ্যে বিষ শিশুর মৃত্যু, অসুস্থ ৮০০

0
0

ইরাকের মসুলের কাছে ঘরহারাদের এক শরণার্থী শিবিরে খাদ্যে বিষক্রিয়ায় কয়েকশত মানুষ অসুস্থ হয়ে পড়েছে। প্রাণ হারিয়েছে এক শিশু। মঙ্গলবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, মসুল ও ইরবিলের মাঝামাঝি অবস্থানের ওই শরণার্থী শিবিরের ইফতারের পর অনেকের পেট খারাপ হয় এবং বমি করতে থাকে। প্রায় ২০০জনকে নিকটস্থ তিনটি হাসপাতলে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইরবিলের একটি রেস্টুরেন্টে রান্না করা খাবারগুলো এনেছিলো কাতারীয় এক দাতব্য সংস্থা। এদিকে কুর্দি বার্তা সংস্তা রুদা জানায়, এখন পর্যন্ত অসুস্থ হয়ে একজন শিশু মারা গেছে। অসুস্থ হয়েছেন ৭৫০ জনেরও বেশি।জাতিসংঘের মানবাধিকার কমিশন ক্যাম্পটি স্থাপন করেছে। মসুল ও আশপাশ থেকে পালিয়ে আসা ইরাকিরা এখানে আশ্রয় নেয়। ক্যাম্পটিতে বর্তমানে ৬ হাজার ২৩৫জন বাস করে।এক বিবৃতিতে সংস্থাটি জানায় এখন পর্যন্ত প্রায় ৮০০ জন অসুস্থ হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ২০০ জন।