সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের নীতি জিরো টলারেন্স : প্রধানমন্ত্রী

0
0

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে জনগণকে উদ্বুদ্ধ করতে কওমি মাদ্রাসার আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মাওলানা আশরাফ আলীর নেতৃত্বে কওমি মাদ্রাসাগুলোর শীর্ষ আলেমরা রোববার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকরতে গেলে তিনি এ আহ্বান জানান বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানান।

ইহসানুল করিম বলেন,কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ায় আলেমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে যুগান্তকারী এবং ঐতিহাসিক বলে মন্তব্য করেন তারা। আলেমরা বলেছেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবলিগ জামায়াতের জন্য কাকরাইলে মসজিদের জায়গা এবং বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে জায়গা দেওয়াসহ ইসলামের উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও আলেমরা তুলে ধরেন।প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষর্থীদের প্রসঙ্গে বলেন, বাংলাদেশের মোট ছাত্র-ছাত্রীদের একটা বিরাট অংশ কওমি মাদ্রাসায়পড়ে, তাদের মূল ধারায় সম্পৃক্ত হওয়া উচিত।কাউকে বাদ দিয়ে শতভাগ শিক্ষা নিশ্চিত করা যাবে না বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।এ সময় কওমি মাদ্রাসার উন্নয়নের আশ্বাসও দেন শেখ হাসিনা।

এদিকে, আফগানিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আবদুল রহিম ওরাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আফগান দূত রোববার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আফগান রাষ্ট্রদূত তার বাংলাদেশে অবস্থানকালে তাকে সহায়তার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে আবদুল রহিম ওরাজ বলেছেন, জনগণ আপনার নেতৃত্ব চায়।প্রধানমন্ত্রী অনেক সমস্যা সমাধান করেছেন বলেও মন্তব্য করেন আফগানিস্থানের বিদায়ী রাষ্ট্রদূত।আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সমর্থন দেবে এবং আফগানিস্তানের পাশে থাকবে। মুসলিম দেশগুলোতে জঙ্গিবাদ উন্নয়নকে ব্যহত করছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির কথাও এসময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।