গাজীপুরস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্য পদে প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়া নিয়োগ পেয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোহাম্মদ আব্দুল হামিদ রবিবার হতে চার বছরের জন্য এ বিশ^বিদ্যালয়ের উপাচার্য পদে তাকে নিয়োগ দান করেন। নিয়োগ পেয়ে প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এদিনই যোগদান করেছেন।
প্রফেসর ড. গিয়াস উদ্দীন মিয়া ২০০৯ হতে ২০১৩ পর্যন্ত বঙ্গবন্ধু কৃষি বিশ^বিদ্যালয়ের ট্রেজারারের দায়িত্ব পালন করেন। তিনি বিশ^বিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগামের ডিন, পরিচালক (গবেষণা) ও পরিচালক (ছাত্রকল্যাণ) এর দায়িত্বও পালন করেন। প্রফেসর গিয়াস উদ্দীন দীর্ঘদিন এ বিশ^বিদ্যালয়ের এবং সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। তিনি বাংলাদেশে কৃষি বনায়ন ও পরিবেশ শিক্ষা ও গবেষণায় একজন পথিকৃৎ। ড. গিয়াস উদ্দীন এ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও একাধারে বার বছর বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি সদালাপী, অত্যন্ত উদ্দ্যোগী এবং দুই সন্তানের জনক।
প্রফেসর গিয়াস উদ্দীন নরসিংদী জেলার সদর উপজেলার সাগরদী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। সাগরদী প্রাইমারী স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর মাধবদী সতী প্রসন্ন উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং নরসিংদী সরকারি কলেজ হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় হতে ১৯৮২ সালে বি.এস.সি (কৃষি সম্মান) এবং ১৯৮৪ সালে কৃষিতত্ত্বে মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবনে সকল পরীক্ষায় তিনি অসাধারণ কৃতিত্বে¡র স্বাক্ষর রাখেন। তিনি ফিলিপাইনের সেন্ট্রাল লোজন স্টেট বিশ^বিদ্যালয় ও আন্তর্জাতিক ধান গবেষণা হতে ১৯৯৩ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। প্রফেসর গিয়াস উদ্দীন জাপানের কিউশু বিশ^বিদ্যালয় এবং ইবারাকি এর ন্যাশনাল ইন্সটিটিউট অব এগ্রো এনভাইরনম্যান্টাল স্টাডিজ এ পোষ্ট ডক্টরাল গবেষণা করেন। পরবর্তীতে তিনি কমনওয়েলথ স্কলার হিসেবে কানাডার লাভাল বিশ^বিদ্যালয় এবং যুক্তরাজ্যের নটিংহাম বিশ^বিদ্যালয় এ পোস্ট ডক্টরাল গবেষণা করেন। তিনি উক্ত বিষয়ে তিনটি বই ও একশত আটটির অধিক গবেষণা প্রবন্ধের রচয়িতা। তাঁর তত্ত্বাবধানে পনের জন ছাত্র পিএইচডি এবং একশত তিনজন ছাত্র এমএস ডিগ্রি লাভ করেন।
তিনি বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অর্থায়নে (USAID, USDA, FAO, UNESCO, APN, ICRAF, EU) অনেকগুলো গবেষণা/ প্রকল্প সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন। তিনি ভারত, নেপাল, শ্রীলংকা, চীন, ভূটান, অস্ট্রেলিয়া, আমেরিকা ও যুক্তরাজ্যের স্বনামধন্য বিশ^বিদ্যালয়ের সাথে যৌথভাবে গবেষণা পরিচালনা করে আসছেন। বর্তমান তিনি দুইটি আন্তর্জাতিক সংস্থা APN ও ICRAFG এর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তিনি সত্তরবার বিদেশে গবেষণাপ্রবন্ধ উপস্থাপনসহ বিভিন্ন সভায় যোগদান করেন।
প্রফেসর গিয়াস উদ্দীন মিয়া পরপর তিনবার অত্র বিশ^বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং বিশ^বিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক পরিষদের বর্তমান সভাপতি। তিনি দেশি-বিদেশী অন্ততঃ ২৫টি পেশাজীবি সংগঠনের সক্রিয় সদস্য। তিনি অচঘ এর সাউথ এশিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের তিনটি উচ্চ মানের জার্নালের এডিটরিয়াল বোর্ড এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রকল্প মূল্যায়ন কমিটির সক্রিয় সদস্য। প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়া’কৃষি ও পরিবেশশিক্ষাবিদ” হিসেবে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি কর্তৃক ’অমরএকুশে স্মৃতি পদক-২০১৬’ লাভ করেন। তিনি প্রাচ্যের ম্যানচেস্টার খ্যত মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে ২০০৯ হতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন এবং প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার উন্নোয়নে যুগান্তকারী পরিবর্তন সাধন করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২০মার্চ চার বছর মেয়াদে প্রফেসর ড. মো. মাহবুবর রহমান বিশ^বিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান। গত ১৯মার্চ তার ওই মেয়াদ শেষ হয়। প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ষষ্ঠতম হিসেবে নিয়োগ পেলেন।