দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কোন ঘাটতি নেই

0
140

উৎপাদন ক্ষমতা বেশি থাকায় দেশে বিদ্যুতের ঘাটতি দেখা যায় না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।তবে গ্যাসের ঘাটতি রয়েছে বলে তিনি জানিয়েছেন।রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ২০১৭-১৮ অর্থবছরে দেশের ৬৪ জেলার ৭৮টি এলাকায় ৩৩ হাজার ৮৪৯ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।তিনি রোববার সংসদে সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সরকারি দলের সদস্য আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রাকৃতিক গ্যাসের বার্ষিক চাহিদা ১৩ লাখ ১৪ হাজার এমএমসিএফ। উৎপাদন ক্ষমতা ১০ লাখ ৩ হাজার ৭৫০ এমএমসিএফ।তিনি বলেন, বর্তমানে প্রতি হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাসের উৎপাদন খরচ ২৫৬ দশমিক ৪০ টাকা। প্রতি হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাসের বিক্রয় মূল্য ২১৬ দশমিক ৩৪ টাকা।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বর্তমানে দৈনিক চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বর্তমানে দেশে দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে প্রায় ৮ হাজার ৫শ’ থেকে ৯ হাজার ৫শ’ মেগাওয়াট।

তিনি সংসদে সরকারি দলের কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে মোট ১১ হাজার ৩৬৩ মেগাওয়াট ক্ষমতার ৩৪টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে মোট ৪ হাজার ৯১৭ মেগাওয়াট ক্ষমতার ৩৪টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।

তিনি বলেন, বর্তমানে মোট ৬ হাজার ৪১৫ মেগাওয়াট ক্ষমতার ১১টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে।নসরুল হামিদ বলেন, এছাড়াও পরিকল্পনার অংশ হিসেবে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পাশাপাশি পরমাণু শক্তি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রাথমিক কার্যক্রম এবং আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে বিদ্যুৎ আমদানি কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ অব্যাহত রয়েছে।

সরকারি দলের সাংসদ আ ফ ম বাহাউদ্দিনের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশে দৈনিক বিদ্যুতের চাহিদা সাড়ে আট থেকে সাড়ে নয় হাজার মেগাওয়াট। উৎপাদন ক্ষমতা বেশি থাকায় ঘাটতি দেখা যায় না।

স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজির প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ুগত পরিবর্তনের কারণে মাঝে মাঝে আবহাওয়ার উষ্ণতা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায়। এর ফলে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। তাই দেশে কিছু লোডশেডিং হচ্ছে। তা ছাড়া বৈরী আবহাওয়া ও বিতরণ লাইনে মেরামতকাজের জন্য কিছু জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হচ্ছে।

আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ভারত থেকে আগামী অর্থবছরে বিদ্যুৎ আমদানি করার পরিকল্পনা আছে। ভেড়ামারা-বহরমপুর আন্তসংযোগ সঞ্চালন লাইনের মাধ্যমে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্যে কার্যক্রম চলছে। ২০১৮ সালনাগাদ এই ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা আছে।সাংসদ মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, আসন্ন ২০১৭-১৮ অর্থবছরে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ৩৩ হাজার ৮৪৯ কিলোমিটার বিদ্যুৎলাইন স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সাংসদ সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, দেশে এখন নবায়নযোগ্য শক্তি থেকে প্রায় ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আছে। এর মধ্যে সোলার ২১২ মেগাওয়াট, উইন্ড ২ দশমিক ৯, বায়োগ্যাস থেকে ৫ মেগাওয়াট ও হাইড্রো থেকে ২৩০ মেগাওয়াট। ২০২০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

সরকারি দলের কাজী নাবিল আহমেদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের ফলে দেশে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ দৈনিক প্রায় ১ হাজার ১৫ মিলিয়ন ঘনফুট বেড়েছে। তবে, এটি চাহিদার তুলনায় অপ্রতুল। বর্তমানে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুটের বেশি ঘাটতি আছে।মীর মোস্তাক আহমেদ রবির প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ভোক্তা পর্যায়ে গ্যাস ভর্তি প্রতি ১২ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারনির্ধারিত খুচরা মূল্য ৭০০ টাকা। বেসরকারি পর্যায়ে এই মূল্য ৮৫০ থেকে ১ হাজার টাকা। বিপিসির নিবন্ধিত ডিলারদের ভোক্তাদের কাছে সরকারনির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির কোনো সুযোগ নেই। ডিলারদের বিরুদ্ধে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে বিপিসি সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নিতে পারে।হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এলপি গ্যাসের দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ত্র“টিপূর্ণ ও নিম্নমানের সিলিন্ডার বাজেয়াপ্তকরণসহ বিস্ফোরক পরিদপ্তরসহ অন্যান্য সংস্থা কাজ করে যাচ্ছে।সচেতনতার অভাব এবং নিম্নমানের সিলিন্ডার ও পরিবহন ত্র“টির জন্য গ্যাসের দুর্ঘটনা ঘটে থাকে বলে প্রতিমন্ত্রী জানান।