রাজধানীর গুলশানে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পন করেছেন এক স্বামী। শনিবার (১০ জুন) সকালে গুলশান ৬৮ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, রানী (৩৯) ভারতীয় এক নাগরিকের বাসায় কাজ করতেন। তার স্বামী মিন্টু পেশায় ড্রাইভার। সকালে তার স্বামী ওই বাড়িতে রানীকে নামিয়ে দিয়ে যান। ওই সময় কথা কাটাটির এক পর্যায়ে রানীকে ছুরি দিয়ে হত্যা করের মিন্টু। এরপর তিনি নিজেই এসে থানায় আত্মসমর্পণ করেন।
এই কর্মকর্তা আরও জানান, ঘটনার সময় ভারতীয় নাগরিক ওই বাসায় ছিলেন না। আর এ ঘটনার সঙ্গে তার কোনও সম্পৃক্ততাও পাওয়া যায়নি। তাই তার পরিচয় প্রকাশ করা হয়নি।নিহত রানীর লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাললে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার করা হচ্ছে বলে জানান ওসি।