বৃহস্পতিবার বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী

0
0

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ১ জুন বৃহস্পতিবার দুপুর দেড়টায় জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।এটি বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের চতুর্থ এবং অর্থমন্ত্রীর ব্যক্তিগত এগারতম বাজেট।একাধারে নয় বার বাজেট দিয়ে আবুল মাল আব্দুল মুহিত অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন।প্রতিবারের মতো এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে। ওইদিন বাজেট বক্তৃতা;বাজেটের সংক্ষিপ্তসার;বার্ষিক আর্থিক বিবৃতি;সম্পূরক আর্থিক বিবৃতি;মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি; বিকশিত শিশু ঃ সমৃদ্ধ বাংলাদেশ; ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রা ঃ হালচিত্র ২০১৭; জলবায়ু ঝুঁকি মোকাবেলা; জেন্ডার বাজেট প্রতিবেদন; সংযুক্ত তহবিল-প্রাপ্তি;

বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা -২০১৭; মঞ্জুরি ও বরাদ্দের দাবীসমূহ (অনুন্নয়ন ও উন্নয়ন); বিস্তারিত বাজেট (উন্নয়ন); মধ্যমেয়াদি বাজেট কাঠামো এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের ২০১৭-১৮ অর্থবছরের বাজেট সংক্ষিপ্তসার ওয়েবসাইটে প্রকাশসহ জাতীয় সংসদ হতে সরবরাহ করা হবে।একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রণীত ব্যাংক,বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার‌্যাবলী- ২০১৬-১৭ জাতীয় সংসদে পেশ করা হবে।অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,বাজেটকে আরো অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd এ বাজেটের সকল তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবেন এবং দেশ-বিদেশ থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে।প্রাপ্ত সকল মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে।

জাতীয় সংসদ কর্তৃক বাজেট অনুমোদনের সময়ে ও পরে তা কার্যকর করা হবে।ব্যাপকভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ওয়েবসাইট লিংকwww.bangladesh. gov.bd, www.nbrbd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd, www.bdpressinform.portal.gov.bd,www.pmo.gov.bd ঠিকানায় বাজেট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।বাজেট উপস্থাপনের পরদিন ২ জুন শুক্রবার বিকেল ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সাংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী।এদিকে, জাতীয় সংসদের বাজেট (ষষ্ঠদশ) অধিবেশন আগামী ১৩ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।সভায় এই অধিবেশন ঈদুল ফিতর উপলক্ষে ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত মুলতবি রাখার সিদ্ধান্ত নেয়া হয়। রমজান মাসে প্রতিদিন সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে প্রয়োজনে স্পিকার এ সময়সীমা বাড়াতে বা কমাতে পারবেন।

এছাড়া সভায় বাজেট বক্তৃতার ওপর ৪৫ ঘন্টা আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়। ১ জুন দুপুর দেড়টায় অর্থমন্ত্রী সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন।কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, হুসেইন মুহম¥দ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মোঃ ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ. স. ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক সভায় অংশগ্রহণ করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে সভায় অংশ নেন।জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।