গাজীপুরে ৯হাজার পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥

0
0

গাজীপুরে ৯ হাজার পিছ ইয়াবা টেবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মাহমুদুল হাসান দিপু (২৭)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর থানাধীন বড়কয়ের এলাকার শাহ আলম ওরফে ফখরু’র ছেলে।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের দাক্ষিণখান এলাকার ধীরাশ্রম সড়কের মাথায় ঢাকা বাইপাস সড়কের পাশে সোমবার রাতে ক’মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা টেবলেট নিয়ে ক্রয় বিক্রয়ের জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদ পায় জেলা গোয়েন্দা পুলিশ। এর প্রেক্ষিতে এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইয়াবা স¤্রাট মাহমুদুল হাসান দিপুকে ৯ হাজার পিছ ইয়াবা টেবলেটসহ আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ৫ মাদক ব্যবসায়ী জসিম, সাফি আক্তার, বাবুল হোসেন, মাসুম ও আবুল কাশেম কেখান থেকে পালিয়ে যায়। টেবলেটগুলো আটককৃতের হাতে থাকা একটি শপিং ব্যাগে সাদা ও কাল স্কচ টেপ দিয়ে মোড়ানো নীল রংয়ের ৪৫টি জীপারে প্যাকেট করে রাখাছিল। প্রতিটি জীপারে ২শ’টি করে টেবলেট রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়দেবপুর থানা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দিপু শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় তার নানা মৃত আহাম্মদ আলী মাদবরের বাড়িতে থাকতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দিপু জানায়, কক্সবাজারের টেকনাফ এলাকার মাদক সরবরাহকারী শাহ আলম ও রাজুর কাছ থেকে টেবলেটগুলো সংগ্রহ করে গাজীপুরে আনা হয়েছিল। পরে সেগুলো বিভিন্নস্থানে নিয়ে বিক্রির জন্য ওই স্থানে বসে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করার সময় পুলিশ অভিযান চালায়।