তানোরে ফ্রুটফ্লাই পোকা ও কালো আগা রোগে আমচাষিরা দিশাহারা

0
0

রাজশাহীর তানোরে কালো আগা রোগ ও ফ্রুটফ্লাই পোকার আক্রমণে আমচাষিরা দিশাহারা হয়ে পড়েছেন। এ রোগ থেকে রেহাই পেতে কীটনাশক ব্যবহার করেও কাজ হচ্ছে না। ফলে চাষিদের উৎপাদিত ফলের মূল্য তোলা দুর্বিষহ হয়ে পড়েছে। গত শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গাছে গাছে শোভা পাচ্ছে বড় বড় বিভিন্ন জাতের আম। আর বাগানের সেই আমগুলো পাকতে শুরু করেছে। এবার আবহাওয়া প্রতিকূল না হলে আমের বাম্পার ফলনের আশা করেছিলেন এখানকার চাষিরা। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা বাগান মালিকদের। কিন্তু বাগান মালিক ও আম চাষিদের সে আশা নিরাশায় পরিণত হতে চলেছে।

বাগানগুলোতে ফ্রুটফ্লাই পোকার আক্রমণে আমগুলোর গায়ে কালো রঙের দাগ দেখা দিচ্ছে এবং ফেটে পচন ধরছে। নিচের অংশ পচে আমের গা বেয়ে রস বের হচ্ছে। এই ফল তারা বাজারজাত করতে পারছেন না। ফ্রুটফ্লাই পোকা প্রথমে ছোট ছিদ্র করে ভিতরে প্রবেশ করছে। পরে আমের শাঁস ভেঙে সাদা ফেনার মতো রস বের হয়ে কালো রং ধারণ করছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় সাতটি ইউনিয়ন ও দু’টি পৌরসভায় চলতি বছরে প্রায় ৩৬০ হেক্টর জমিতে ছোট-বড় আম বাগান রয়েছে। এতে সম্ভাব্য ফলন ধরা হয়েছে প্রায় ৮০ হাজার ১০০ টন। যা গত বছরের চেয়ে দুই হাজার টন কম ফলনের আশঙ্কা রয়েছে বলে জানা যায়।

উপজেলার চাপড়া গ্রামের বাসিন্দা তপন কুমার জানান, বাড়ির আশপাশে ও পতিত জমিতে প্রায় ১৫-২২টি ল্যাংড়া, খিরসাপাতি, গোপালভোগসহ বিভিন্ন প্রজাতির আমগাছ রোপণ করেছিলেন। এ বছর শিলাবৃষ্টি, ঝড় হওয়ায় প্রত্যেক গাছ থেকে বেশিরভাগ আম ঝরে পড়েছে। আর বাকি আমগুলো পোকার আক্রমণে পচে যেতে শুরু করেছে। কোনো কীটনাশক ব্যবহার করেও কোনো প্রতিকার পাচ্ছি না। পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর এলাকার বাগান মালিক তরিকুল ইসলাম জানান, তাদের পারিবারিক ১১ বিঘার উপর অবস্থিত আম বাগানের মধ্যে দুই একটি গাছ ছাড়া বাকি প্রায় গাছেই আমের আগার অংশ কালো হয়ে যাচ্ছে। আর ভিতরের ভক্ষণযোগ্য অংশ নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান তিনি। জানতে চাইলে কৃষিবিদ মমিনুল ইসলাম জানান, আমের কালো আগা রোগ একটি শরীরতাত্ত্বিক রোগ। বাতাসে কোনো কোনো সময় গ্যাস বিশেষত কার্বন মনোক্সাইডের ঘনত্ব বেড়ে গেলে এ রোগ দেখা যায়। ফলে আমের আগার অংশ কালো হয়ে যায় এবং ভিতরের ভক্ষণযোগ্য অংশ নরম হয়ে নষ্ট হয়ে যায়।
তিনি এর প্রতিকার হিসেবে আরো বলেন, রোবাক্স অথবা কস্টিক সোডা ছয় প্রাম/লিটার হারে পানিতে মিশিয়ে ১৫ দিন পর পর দু’বার স্প্রে করলে এ রোগ কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা যায় বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল্লাহ আহম্মদ সাংবাদিকদের জানান, ফেরোমান ফাঁদ অথবা ব্যাগিং পদ্ধতি করা গেলে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। আর বাগানের আম সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোঁটা, রোগ বা পোকা আক্রান্ত ডালপালা, অতিঘন ডালপালা ছাঁটাই করে পরিষ্কার করতে হবে বলে জানান তিনি।#