ইরাকের উত্তরাঞ্চলে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)’র অবস্থান লক্ষ্য করে তুরস্কের বিমান হামলায় ১৩ পিকেকে জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইরাকের উত্তরাঞ্চলের আভাসিন-বাসইয়ান অঞ্চলে পিকেকে’র সাতটি অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে অন্তত ১৩ জঙ্গি নিহত হয়েছে। এরা একটি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। খবর সিনহুয়ার। বিবৃতিতে আরো বলা হয়, হামলায় দুটি গুহা, দুটি ব্লকহাউস, দুটি অস্ত্রাগার ও পিকেকে জঙ্গিদের ব্যবহৃত একটি আশ্রয়স্থল ধ্বংস হয়ে গেছে।