শ্রীপুরে ট্রেনের নীচে বাবা-মেয়ের আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি গ্রেফতার

0
0

গাজীপুরের শ্রীপুরে কন্যাসহ বাবা চলন্ত ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১-এর সদস্যরা। গ্রেফতারকৃতের নাম মো. ফারুক (৩০)। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের ফজলুল হকের ছেলে। এ নিয়ে এ মামলায় তিনজন গ্রেফতার হয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর (সিটপাড়া) গ্রামের হযরত আলী তার মেয়ে আয়েশা আক্তারকে নিয়ে গত ২৯ এপ্রিল শ্রীপুর রেলষ্টেশনের পাশে চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পরদিন হযরত আলীর স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাত জনের বিরুদ্ধে কমলাপুর থানায় মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পরপরই মামলার মূল আসামী ফারুক পালিয়ে গিয়ে প্রথমে গাজীপুরের কাপাসিয়ায় পরে বিশ্ব জাকের মঞ্জিল (আটরশি মাজার) এবং সর্বশেষ সাভারের জাহাঙ্গীর নগরের ইসলাম নগর এলাকায় গোপনে অবস্থান নেয় এবং সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল শুক্রবার রাতে সেখানে অভিযান চালিয়ে ফারুককে আটক করে।

তিনি আরো জানান, বাবার সঙ্গে আত্মহুতি দেওয়ার মাস দুয়েক আগে মজা/চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে হযরত আলীর মেয়ে আয়েশাকে সাইকেলে করে নিয়ে যৌন নিপীড়ন করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক জানিয়েছে। এছাড়াও ফারুক ও সঙ্গীরা হযরত আলীর পরিবারকে নানাভাবে অত্যাচারিত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর জানান, মামলার সাত আসামীর মধ্যে এপর্যন্ত মোট তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ফারুককে গ্রেফতারের আগে মামলার অপর দু’আসামী শ্রীপুরের গোসিঙ্গা ইউপি’র এক নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেনকে ঘটনার দিন শ্রীপুর থেকে এবং শুক্রবার ভোররাতে নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার ঝাঝড় গ্রাম থেকে বোরহান উদ্দিনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।