দীর্ঘ প্রতীক্ষিত দক্ষিণ এশীয় স্যাটেলাইট মহাকাশে

0
0
ISRO’s GSAT-9 on board the GSLV-F09 launches from Sriharikota in the southern state of Andhra Pradesh on May 5.(AFP Photo) #thenewscompany

আলোচিত সাউথ এশিয়া স্যাটেলাইট নিয়ে কক্ষপথের উদ্দেশ্যে রওনা হয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একটি জিএসএলভি-এফ০৯ রকেট।শুক্রবার বিকালে নির্ধারিত সময়েই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রকেটটির সফল উৎক্ষেপণ হয় বলে এনডিটিভির খবর।এ উপলক্ষে পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশের সরকার প্রধান সন্ধ্যায় যুক্ত হচ্ছেন ভিডিও কনফারেন্সে ।দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে দক্ষিণ এশিয়া অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি বিশ্বাস করি, দক্ষিণ এশিয়ার মানুষ বিভিন্ন ইস্যুতে পরস্পরের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে। এর আগে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করে বেশকিছু বিষয়ে সফল হয়েছে। আশা করছি, এই স্যাটেলাইট উৎক্ষেপণেও আমরা সফল হবো। আমি বিশ্বাস করি, এই স্যাটেলাইট এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বদলে দেবে।

শুক্রবার (৫ মে) সন্ধ্যায় দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সরকারপ্রধানরা অংশ নেন।ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে আবারও যুক্ত হয়ে কথা বলতে পেরে আমি আনন্দিত। এছাড়া, ভিডিও কনফারেন্সে যোগ দেওয়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের বন্ধুপ্রতীম সরকারপ্রধানদেরও আমি শুভেচ্ছা জানাই।ভিডিও কনফারেন্সের বক্তব্যে এসময় সফলভাবে দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। পরে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং দক্ষিণ এশিয়ার মানুষের শান্তি-সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।

এর আগে ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই স্যাটেলাইটের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো।আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চাই। এই স্যাটেলাইট তারই একটি ধাপ হিসেবে কাজ করবে।সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে নিয়ে একসঙ্গে উন্নয়নের পথে অগ্রসর হয়ে দক্ষিণ এশিয়ার উন্নয়নের আশাবাদ জানিয়ে দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্স শেষ করেন নরেন্দ্র মোদি।ভারত এই স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নেওয়ার পর ২০১৪ সালের সার্ক সম্মেলনে দক্ষিণ এশিয়ার সব দেশকে এ উপগ্রহের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। পাকিস্তান ছাড়া সার্কের সব দেশই তাতে সাড়া দেয়।বাংলাদেশ নিজস্ব কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা নিলেও সেই প্রকল্প বাধাগ্রস্ত হবে না নিশ্চিত হওয়ার পর সাউথ এশিয়া স্যাটেলাইটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।ইসরোর তৈরি ৪০ কোটি ডলারের এই জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণের পুরো ব্যয় বহন করছে ভারত। এই কৃত্রিম উপগ্রহের ১২টি ট্রান্সপন্ডারের মধ্যে একটি পাচ্ছে বাংলাদেশ।

বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানিয়েছেন, টেলি মেডিসিন, টেলি শিক্ষা, আন্তঃসরকার নেটওয়ার্ক, দুর্যোগ পরিস্থিতিতে জরুরি যোগাযোগ, টেলিভিশন ব্রডকাস্ট ও ডিটিএইচ টেলিভিশন সেবার সুবিধা পাওয়া যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে। এই স্যাটেলাইটের নাম প্রথমে সার্ক স্যাটেলাইট ঠিক করা হলেও পাকিস্তান না আসায় পরে নাম বদলে রাখা হয় সাউথ এশিয়া স্যাটেলাইট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ স্যাটেলাইটকে আঞ্চলিক সহযোগিতার দৃষ্টান্ত বলেছেন।এই উদ্যোগে যুক্ত হওয়ায় বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

দীর্ঘ প্রতীক্ষিত দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। শুক্রবার (৫ মে) সন্ধ্যায় ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে জিএসএলভি-জিরো নাইন নামের এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু স্যাটেলাইট উৎক্ষেপনের খবর জানিয়েছে।ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) এটি তৈরি করেছে। এ স্যাটেলাইট দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ঘনিষ্ঠ করবে বলে আশা করা হচ্ছে।দুই হাজার ২শ ৩০ কেজি ওজনের স্যাটেলাইটটি নির্মাণে তিন বছর সময় লেগেছে। এই স্যাটেলাইট দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে টেলিযোগাযোগ, টেলি-মেডিসিন, টেলি-এডুকেশন ও অন্যান্যের খাতে দ্রুত সেবা প্রদানে অবদান রাখবে। তথ্য উপাত্ত প্রদানের মাধ্যমে স্যাটেলাইটটি পানি সংরক্ষণ উদ্যোগ, আবহাওয়া বার্তা ও প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা পাঠাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।এই স্যাটেলাইন উৎক্ষেপণের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মহাকাশ ও টেলিযোগাযোগ খাতে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের পর দক্ষিণ এশিয়ার সাতটি দেশের শীর্ষ নেতারা তাদের নিজ নিজ দেশ থেকে একটি ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে এবং আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের রাষ্ট্রপ্রধানরাও নিজ নিজ দেশ থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। এ অনুষ্ঠানের আয়োজক নরেন্দ্র মোদি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, রাজনৈতিক বিবেচনায় এটি গুরুত্বপূর্ণ, কারণ সাতটি দেশের রাষ্ট্র বা সরকারপ্রধান একসঙ্গে এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন।’ তবে এই অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার সব দেশ থাকলেও পাকিস্তান থাকছে না বলেও জানান তিনি।২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরে সার্ক স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দেন এবং সার্কের অন্য সাতটি দেশকে বিনামূল্যে এর সুবিধা নেওয়ার আহ্বান জানান। এই স্যাটেলাইট নির্মাণের জন্য বিজ্ঞানী ও অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারত তাদের সহযোগিতা নিতে অস্বীকৃতি জানায়। ফলে পাকিস্তান এই ইস্যুতে সরে দাঁড়ালে সার্ক স্যাটেলাইটের বদলে এর নামকরণ করা হয় দক্ষিণ এশিয়া স্যাটেলাইট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here