শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব সরকার- প্রতিমন্ত্রী বীর বাহাদুর

0
0

জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব সরকার। তাই দেশের আনাচে-কানাচে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বিশেষ করে সরকার শিক্ষা খাতকে বেশী অগ্রাধিকার দিয়ে নানা ধরনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। যাতে দেশের প্রতিটি শিশু সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। একই সাথে প্রতিটি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। যার সুফল এলাকার মানুষ ভোগ করছে। এখন আর আগের মতো কম দামে বাগানের ফল-মূল বিক্রি করতে হবে না। কৃষকরা সরাসরি বাজারে নিয়ে ন্যায্যামূল্যে তার পন্য বিক্রি করতে পারছে। সরকার উন্নয়ন করে যাচ্ছে। এ জেলার মানুষের ভাগ্য বদলে দিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার অভাব নাই। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বান্দরবান লামায় গজালিয়া ইউনিয়নে ৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত জনসভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পাহাড়ে যেখানে আস্ত্রধারী সন্ত্রাসীদের চাঁদাবাজি চলবে সেখানেই প্রতিহত করা হবে। পাহাড়ে চাঁদাবাজিকে কোনভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। রবিবার ১দিনের সরকারী সফরে লামায় গজালিয়া ইউনিয়নে আসেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। সকাল ১১টায় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে চিন্তাবর পাড়া রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করে এলজিইডির তত্ত্বাবধানে গজালিয়া-ফাইতং সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করার পর গজালিয়া বমু খালের উপর ব্রিজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। এরপর তিনি গজালিয়া বাজারে পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন।

বিকাল সাড়ে ৩টায় গজালিয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত জনসভায় লামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গজালিয়া ইউ পি চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী জেলা প্রশাসক দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, আমল কান্তি দাশ, গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উশৈঞোয়াই মারমাসহ প্রমূখ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মারমা, মিন্টু কুমান সেন। জনসভায় শেষে ইউনিয়নে ৬৮জন সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে সৌর বিদ্যুৎ প্যালেন বিতরণ করেন প্রতিমন্ত্রী।

বান্দরবান সংবাদদাতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here