বাংলাদেশ পরিচালক সমিতি আয়োজিত এক সভা শেষে শনিবার বিকেলে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৫ টি সংগঠনের তরফ থেকে চিত্রনায়ক শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য ঢাকাই চলচ্চিত্র থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।বিএফডিসিতে পরিচালক সমিতির কার্যালয়ে বিকেল সাড়ে ৪ টায় শুরু হওয়া ওই সভায় উপস্থিতি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি’র মহাসচিব বদিউল আলম খোকন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহিম গুলজার ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের দলনেতারা।ওই সভা শেষে এক সাংবাদিকদের উদ্দেশ্যে একটি প্রেস বিজ্ঞপ্তি পড়ে শোনান নির্মাতা বদিউল আলম খোকন।তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কলাকুশলীদের সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, যেহেতু চিত্রনায়ক শাকিব খান দেশের সমগ্র চলচ্চিত্র পরিচালকদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করে জাতীয় দৈনিকসহ মিডিয়াতে বক্তব্য দিয়েছেন, এবং বর্তমানে একই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন, সেহেতু চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কলাকুশলীরা মনে করেন প্রকারান্তরে তিনি দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের অপমান ও তুচ্ছজ্ঞান করছেন। কারণ পরিচালকই হচ্ছেন ক্যাপ্টেন অফ দ্য শিপ। তাদের অপমান মানে কলা-কুশলীদের অপমান।
তিনি আরও বলেন, তাই আজ থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য শাকিব খান-এর সঙ্গে কোনো চলচ্চিত্রের শুটিং ও ডাবিঙের কাজে অংশগ্রহণ করবেন না।ওই লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বদিউল আলম খোকন ছাড়াও স্বাক্ষর করেন পরিচালক সমিতির সভাপতি, মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সংস্থার সভাপতি রেজা লতিফ, ফিল্ম এডিটর্স গিল্ড-এর সভাপতি আবু মূসা দেবু, চলচ্চিত্র ফাইট ডাইরেক্টর্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি আরমান, বাংলাদেশ নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল, সিডাপ (অ্যাসিসটেন্ট ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন)-এর সভাপতি এস আই ফারুক, চলচ্চিত্র স্থির চিত্র গ্রাহক সমিতির সভাপতি জিডি পিন্টু, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতির সভাপতি আব্দুর রউফ সরকার, চলচ্চিত্র ভাই ভাই অ্যাকশন সঞ্চয়ী গোষ্ঠীর সাধারণ সম্পাদক রাজু আহমেদ, চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাদুর মিয়া, চলচ্চিত্র অঙ্গসজ্জাকর সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, চলচ্চিত্র রূপ-সজ্জাকর সমিতির সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম ও চলচ্চিত্র লেখক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সানি আলম।ওই সভায় নিষেধাজ্ঞা আরোপের পরও শাকিব খানকে নিয়ে রংবাজ সিনেমার কাজ চালিয়ে যাওয়ার জন্য পরিচালক শামীম আহমেদ রনী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেওয়া হয়।