বঙ্গবন্ধুর আত্মজীবনীর হিন্দি অনুবাদের মোড়ক উন্মোচন

0
0

মোড়ক উন্মোচন হলো হিন্দি ভাষায় অনূদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

শনিবার নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে শীর্ষ বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী বাংলাদেশের জাতির জনকের আত্মজৈবনিক গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।নানা কারণে বিশেষ গুরুত্ব পাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর শুরুর আগের দিন বৃহস্পতিবার বঙ্গবন্ধুর নামে ভারতের রাজধানী নয়া দিল্লীর পার্ক স্ট্রিটের নামকরণ করে নয়াদিল্লী মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)।২০১২ সালে বাংলা ও ইংরেজি প্রকাশিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ এর আগে উর্দু ও জাপানি, চীনা, আরবি ভাষায় প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে দুই প্রধানমন্ত্রী নয়া দিল্লির কেন্দ্রস্থলের পার্ক স্ট্রিট ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ নামকরণ উদ্বোধন করেন। শেখ হাসিনা জানান, বাংলাদেশের জাতির জনকের নামে করতে ভারতের রাজধানীর কেন্দ্রস্থলের এই সড়কটি নির্বাচনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ভূমিকা রাখেন।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ ১২ জন কাউন্সিল সদস্য নামকরণের এ প্রস্তাবে সম্মতি দেন বলে এনডিএমসির কর্মকর্তারা জানান।শনিবার দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নতুন নামের সড়ক উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here