নাহার প্লাজায় কিশোরীর ২৬ টুকরো লাশ, আসামির মৃত্যুদন্ড

0
0

ঢাকার হাতিরপুলে চার বছর আগে এক কিশোরীকে ধর্ষণের পর খুন করে লাশ ২৬ টুকরো করার ঘটনায় পলাতক একমাত্র আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমদ্দার বুধবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

আসামি সাইদুজ্জামান বাচ্চুকে মৃত্যুদন্ডদেওয়ার পাশাপাশি এক লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে রায়ে।ত্রিশোর্ধ সাইদুজ্জামান সোনালি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠান চালাতেন হাতিরপুলের নাহার প্লাজায়। ওই ভবনের ১৩ তলায় ছিল তার অফিস।মামলার বিবরণে বলা হয়, ২০১২ সালের ১ জুন আসামি সাইদুজ্জামান তার অফিসে ডেকে নিয়ে রোখসানা রুমি নামের এক পঞ্চদশী কিশোরীকে ধর্ষণ ও হত্যা করেন। পরে দা দিয়ে লাশ টুকরো টুকরো করে টয়লেটের কমোড ও জানালা দিয়ে নিচে ফেলে দেন।

পরে ওই অফিস, পাশের গলি ও এক বাসার ছাদ থেকে মেয়েটির ২৬ টুকরা লাশ উদ্ধার করে পুলিশ।তদন্ত শেষে ২০১২ সালের ১ সেপ্টেম্বর সাইদুজ্জামান বাচ্চুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগ গঠনের মধ্য দিয়ে পরের বছর মে মাসে তার বিচার শুরু করে আদালত।অভিযোগপত্রে বলা হয়, সাইদুজ্জামান ও রুমি- দুজনেরই বাড়ি ফরিদপুরে, সেই সূত্রে তাদের পরিচয় হয়। তাদের মধ্যে প্রায়ই ফোনে যোগাযোগ হত। ঢাকায় রুমি থাকতেন মিরপুরের এক বাসায়। সাইদুজ্জামানের ফোন পেয়েই সেদিন রুমি নাহার প্লাজার ওই অফিসে যান।আসামি সাইদুজ্জামান গত বছর অক্টোবরে হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পর থেকে পলাতক।রাষ্ট্রপক্ষে ১৬ জনের সাক্ষ্য নিয়ে বুধবার এ মামলার রায় দিল আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here