রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে গোলচত্বরে পুলিশের তল্লাশি চৌকিতে (চেকপোস্ট) হামলার ঘটনায় দায় ‘স্বীকার’ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হামলার পর আইএসের মুখপত্র আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা তদারককারী সংস্থা সাইট এ তথ্য জানায়।
পুলিশের ওই তল্লাশি চৌকিতে বোমা হামলার ঘটনায় হামলাকারীর মৃত্যু হয়েছে। তবে তার নাম জানা যায়নি। বিস্ফোরণে দ্বিখণ্ডিত মরদেহ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়।
এর আগে গত ১৭ মার্চ রাজধানীর উত্তরার আশকোনা এলাকায় হাজি ক্যাম্পে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অস্থায়ী কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারী নিহত হয়। এর পরের দিন আবার খিলগাঁওয়ে শেখের জায়গায় র্যাবের চেকপোস্টে ‘হামলা’র চেষ্টার সময় র্যাবের গুলিতে নিহত হয় হামলাকারী।