‘আতিয়া মহল’-এর সামনে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো

0
0

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’-এর সামনে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর ১০-১২ জন সদস্য। শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭টার কিছু সময় পর তারা এসে হাজির হন। মেজর রোকন ও মেজর রাব্বি নেতৃত্বে প্যারা-কমান্ডো বাহিনী আশপাশ রেকি করছে। সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘জঙ্গিরা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য সেনাবাহিনীকে আনা হয়েছে। এই অভিযানে তাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা নিতে চাই।’

এ সময় অভিযান কখন শুরু হবে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, ‘পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করছি। তবে কখন অভিযান শুরু করবো তা এখনই বলতে পারছি না।’

আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফট্যানেন্ট কর্নেল রাশিদুল হাসান দৈনিকবার্তা কে বলেন, ‘সিলেটের জঙ্গি আস্তানার অভিযানে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো অংশ নেবে।’ এর আগে বিকাল ৩টা ৫০ মিনিট থেকে ঢাকা থেকে গিয়ে আতিয়া মহলকে ঘিরে রেখেছে সোয়াত টিমের সদস্যরা। ইতোমধ্যে তারা বাড়িটির চারপাশ ঘুরে দেখেন। সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা সাংবাদিকদের বলেন, ‘সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা রাতের যে কোনও সময় অভিযান শুরু করবো।’

প্রসঙ্গত, শুক্রবার সকাল ৮টার দিকে আতিয়া মহল বাড়ির ভেতর থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর ওই বাসার আশপাশের সব বাড়ি খালি করা হয়েছে। তবে নিচতলায় জঙ্গিরা অবস্থান করায় বাড়িটি খালি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here