বাঁশখালী থানার ওসিকে হাইকোর্টে তলব

0
187

চট্টগ্রামের বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট।বাঁশখালীতে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রীর করা অভিযোগ এফআইআর হিসেবে গণ্য না করার বিষয়ে ব্যাখ্যা জানাতে ওসিকে আগামী ৫ এপ্রিল আদালতে হাজির হতে বলা হয়েছে।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এই আদেশ দেন।বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে গত ১ ফেব্র“য়ারি ডাকা মতবিনিময় সভা শুরুর আগে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোহাম্মদ আলী (৩৫) নামের একজন নিহত হন।পাশাপাশি ওই অভিযোগ কেন এফআইআর হিসেবে গণ্য করা হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছে আদালত।

চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইজিপি, চট্টগ্রামের ডিসি ও এসপি এবং বাঁশখালীর ওসি ও ইউএনওকে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফয়েজ; সঙ্গে আইনজীবী শাহানা পারভীন।ফয়েজ সাংবাদিকদের বলেন, রিট আবেদনকারীর করা অভিযোগ কেন এফআইআর হিসেবে নেওয়া হয়নি, তার ব্যাখ্যা জানতে আগামী ৫ এপ্রিল সকাল সাড়ে ১০টায় বাঁশখালী থানার ওসিকে আদালতে হাজির হতে বলা হয়েছে।গত ১ ফেব্র“য়ারি বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে ডাকা মতবিনিময় সভা শুরুর আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন।নিহতের স্ত্রী রুমি আক্তার বাদী হয়ে স্বামী হত্যার অভিযোগে ২৯ জনকে আসামি করে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দেন। তবে অভিযোগটি মামলা হিসেবে নেয়নি পুলিশ।এবিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে রুমি আক্তারের পক্ষে সোমবার আদালতে রিট আবেদন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here